দুবাই: রিও অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়া পিভি সিন্ধু ও সাক্ষী মালিককে আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী মুক্কাত্তু সেবাস্তিয়ান। তিনি রুপো জয়ী শাটলার সিন্ধুকে ৫০ লক্ষ টাকা এবং কুস্তিতে ব্রোঞ্জ পাওয়া সাক্ষীকে ২৫ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন।

 

চার দশক ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে আছেন এই ভারতীয় ব্যবসায়ী। তবে তিনি এখনও দেশের প্রতি টান অনুভব করেন। অলিম্পিকে ভারত দুটি পদক পাওয়ায় দেশবাসীর মতোই খুশি সেবাস্তিয়ান। সেই কারণেই তিনি সিন্ধু ও সাক্ষীকে আর্থিক পুরস্কার দিতে চাইছেন। এই ব্যবসায়ী বলেছেন, ‘এই দুটি মেয়ে রিওতে ভারতের মুখ রেখেছে। আমি তাদের জন্য গর্বিত। সেই কারণেই তাদের আর্থিক পুরস্কার দিয়ে সম্মান জানাতে চাইছি। আমি ধনী ব্যক্তি না। তবে যেটুকু ক্ষমতা রয়েছে তার মধ্যেই যা পারি করতে চাই।’

 

কেরলের কোট্টায়াম জেলার আদি বাসিন্দা সেবাস্তিয়ান। সেখানে এবং বেঙ্গালুরুতে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এবারের অলিম্পিকে ভারতের কোনও অ্যাথলিট সোনা জিতলে তিনি এক কোটি টাকা দেবেন বলে ঠিক করে রেখেছিলেন বলে জানিয়েছেন। কিন্তু সোনা না এলেও, রুপো ও ব্রোঞ্জ আসায় খুশি সেবাস্তিয়ান। তিনি কোচিতে এক অনুষ্ঠানের আয়োজন করে অলিম্পিকে পদকজয়ীদের সংবর্ধনা দিতে চান।