মুম্বই: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারতীয় মহিলা দল ৩-০ ব্যবধানে প্রায় সপ্তাহখানেক আগেই সিরিজ জিতে নিয়েছে। কাল থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ (Women's Asia Cup 2022)। তবে তার আগেও ইংল্যান্ড সিরিজ নিয়ে বা বলা ভাল তৃতীয় ওয়ান ডের একটা ঘটনা নিয়ে চর্চা অব্যাহত। চার্লি ডিনকে দীপ্তি শর্মার রান আউট করার প্রসঙ্গ যেন কিছুতেই ভারতীয় দলের পিছু ছাড়ছে না। এশিয়া কাপ শুরুর আগেও ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) সেই রান আউট নিয়েই প্রশ্নের সম্মুখীন হতে হল।
কী ঘটেছিল?
লর্ডসে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিংয়ের ৪৪তম ওভারে বল করছিলেন দীপ্তি শর্মা। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। ক্রিজে ছিলেন চার্লি ডিন ও ফ্রেয়া ডেভিস। সেই ওভারের চতুর্থ বলের আগে নন স্ট্রাইকার এন্ডে ডিনের বেল ফেলে দেন দীপ্তি। আপিল জানালে তৃতীয় আম্পায়ার ডিনকে আউট দেন এবং ভারত ম্যাচ জিতে যায়। এই মাঁকড়িং নিয়েই যত কাণ্ড। এর আগে অশ্বিন- বাটলার মাঁকড়িং বিতর্ক শোরগোল ফেলে দিয়েছিল চারিদিকে। সেই নিয়ে জোর মত, পাল্টা মত শোনা গিয়েছিল। আবারও মাঁকড়িং বিতর্কে বিভক্ত গোটা ক্রিকেট মহল। এই নিয়েই হরমনপ্রীতকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, এই পর্ব পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াই তাঁর ও দলের লক্ষ্য।
এশিয়া কাপের আগে সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত বলেন, 'আমরা কয়েক ম্যাচ ধরেই লক্ষ্য করছিলাম যে ওঁ (চার্লি ডিন) ক্রিজ ছেড়ে কয়েকটা পা এগিয়ে গিয়ে বাড়তি সুবিধা লাভের চেষ্টা করছিল। আমরা এই বিষয়ে আলোচনাও করেছিলাম নিজেদের মধ্যে। তবে ওকে এভাবে আউট করার কোনওরকম পূর্বপরিকল্পনা ছিল না। মাঠে তো সবাই জিততেই নামে। জয়টা এবং সঠিক উপায়ে নিয়ম মেনে খেলাটা সবথেকে জরুরি। আমরা যা করেছি ক্রিকেটের নিয়মের আওতায় থেকেই করেছি। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আলোচনা হয়ে গিয়েছে। এবার সামনের দিকে তাকানোর সময় এসেছে।'
শেফালির পাশে হরমনপ্রীত
কালই শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারতীয় দল। টুর্নামেন্ট শুরুর আগে ভারতের সবথেকে বড় চিন্তা ওপেনার শেফালি ভার্মার (Shafali Verma) ফর্ম। ইংল্যান্ড সফরে শেফালির ব্যাট একদমই কথা বলেনি। তবে ভারতীয় ওপেনারকে নিয়ে খুব একটা চিন্তিত নন হরমন, বরং তাঁকে ফর্মে ফেরার সুযোগ দিতেই বেশি আগ্রহী ভারতীয় অধিনায়ক। 'ওঁ নেটে বেশ ভালই ব্যাট করছে। কারুর পারফরম্যান্সই তো সবসময় একরকম থাকে না। অনেকসময়ই ম্যাচে কেউ কেউ নিজের সেরা খেলাটা খেলতে পারে না। তবে ওর ফর্মে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। এই টুর্নামেন্টে চাপমুক্ত হয়ে নিজের সেরাটা দেওয়ার একটা বড় সুযোগ রয়েছে। আমরা ওকে যথেষ্ট সময় দিতে চাই, যাতে ও নিজের ফর্ম ফিরে পেতে পারে।' দাবি ভারতীয় অধিনায়কের।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য শতরানের সুবাদে ব়্যাঙ্কিংয়ে চার ধাপ এগোলেন হরমনপ্রীত