দুবাই: মঙ্গলবারই আইসিসির তরফে নতুন ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) প্রকাশিত করা হয়েছে। সেই ব়্যাঙ্কিংয়েই অভূতপূর্ব উন্নতি করলেন ভারতীয় মহিলা দলের (Indian Women's Cricket Team) অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। সদ্য প্রকাশিত নতুন আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী হরমনপ্রীত ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সেরই সুফল পেলেন ভারতীয় অধিনায়ক।


ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারতীয় দল। এর সুবাদেই ভারতীয় মহিলা দলের একাধিক খেলোয়াড় সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছে, যাদের মধ্যে হরমনপ্রীত অন্যতম। ভারতীয় অধিনায়ক দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ১১১ বলে ১৪৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। এর সুবাদেই ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন হরমনপ্রীত। ওপেনার স্মৃতি মান্ধানা এবং অলরাউন্ডার দীপ্তি শর্মাও ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছেন। মান্ধানা সিরিজের শেষ দুই ওয়ান ডে ম্যাচে ৪০ ও ৫০ রান করায় ব়্যাঙ্কিংয়ে এক ধাপ উঠে এলেন তিনি। 


বর্তমানে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন তিনি। দীপ্তি শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ৬৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদে তিনি আট ধাপ এগিয়ে ব়্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে উঠে এলেন। পূজা বস্ত্রকর চার ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৪৯ নম্বরে রয়েছেন এবং হারলীন দেওল ৪৬ ধাপ এগিয়ে ৮১ নম্বরে রয়েছেন। শেষ ম্যাচে চার উইকেট নিয়ে ভারতের জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রেণুকা সিংহ। তিনি বোলারদের তালিকায় ৩৫ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে রয়েছেন। ঝুলন গোস্বামী পঞ্চম স্থানে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।  


টি-টোয়েন্টিতে এগোলেন স্মৃতি


আইসিসির সদ্য প্রকাশিত ব্যাটারদের তালিকায় মুনির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন স্মৃতি। বহুদিন ধরেই অজি তারকাদ্বয় মুনি এবং মেগ ল্য়ানিং শীর্ষ দুই স্থানে নিজেদের দাপট দেখিয়েছেন। তবে মুনি এক নম্বরে থাকলেও, স্মৃতির উত্থানে একধাপ নীচে তিনে নেমে গেলেন ল্যানিং। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে সর্বাধিক, মোট ১১১ রান করেছিলেন ২৬ বছর বয়সি স্মৃতি। এর সুবাদেই তিনি চার নম্বর থেকে ব্যাটারদের তালিকায় দুই নম্বরে উঠে এলেন। মুনির থেকে ১২ কম, ৭৩১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন স্মৃতি। ৭২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন ল্যানিং। স্মৃতির ওপেনিং পার্টনার শেফালি ভার্মা ৬৬৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ছয় নম্বরে রয়েছেন।


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের সুফল পেল ভারত, ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া?