কলকাতা: আর কিছুক্ষণেই শুরু হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ (ICC World Cup 2023 Final)। ইতিমধ্যেই টসে জিতে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। গোটা স্টেডিয়াম ঠাসা দর্শকে। দুপুর ২টো থেকে শুরু হাইভোল্টেজ ফাইনাল। তার আগে সকাল থেকেই ভিড় জমেছে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বাইরে। ভোর থেকে দর্শকরা এসে ভিড় জমিয়েছেন। জাতীয় পতাকা, ফেস্টুন, ব্যানার, বাঁশি-হুইসেল নিয়ে তুঙ্গে ছিল উত্তেজনা। গত কয়েকদিন ধরেই আমদাবাদে ক্রমশ ভিড় জমেছে। হোটেল ফাঁকা পাওয়া যায়নি, দামও বেড়েছে। সেটা কেন হয়েছে, সেটাই বোঝা গিয়েছে প্রায় ভোর থেকে। সময় যত বেড়েছে ততই ভিড় বেড়েছে। ম্যাচ শুরুর আগে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল স্টেডিয়াম লাগোয়া এলাকা। ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে ভিড় জমিয়েছেন দর্শকরা। 


পিটিআই সূত্রের খবর, গোটা আমদাবাদের রাস্তায় উচ্ছ্বাস ও উন্মাদনার জোয়ার চোখে পড়েছে। গোটা শহর ভেঙে পড়েছে স্টেডিয়ামের রাস্তায়। বন্ধু-পরিবার নিয়ে সকাল থেকে ক্রিকেট উত্তেজনা (ODI World Cup 2023) উপভোগ করতে দেখা গিয়েছে। আর এই ভিড়ের চাপে মন্থর হয়ে গিয়েছে গোটা শহরের ট্রাফিক ব্যবস্থা। যা স্টেডিয়ামের (IND vs AUS Final) সামনে এসে কার্যত থমকে গিয়েছে। 


পিটিআই সূত্রের খবর, ভিআইপি কার পার্কিংয়ের স্টিকার গাড়িতে না থাকলে স্টেডিয়ামের সামনে যাওয়াই মুশকিল হয়েছে। স্টেডিয়ামে মোট ১ লক্ষ ৩২ হাজার আসন হয়েছে। যা খেলা শুরুর আগেই কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। পিটিআই সূত্রের খবর, অন্তত ৭০ হাজার বা তারও বেশি দর্শক শুধুমাত্র খেলা দেখার জন্যই অন্য শহর থেকে এসেছেন আমদাবাদে। ফাইনাল ম্যাচ দেখতে আসছে একাধিক ভিভিআইপি এবং বলিউডের সেলেবরা।






আর এদিন শহরজুড়ে, বিশেষ করে স্টেডিয়াম যাওয়ার রাস্তায় চোখে পড়েছে ভারতীয় ক্রিকেট দলের অনুকরণে তৈরি জার্সি বিক্রির রমরমা।    


PTI-কে দেওয়া সাক্ষাৎকারে এক জার্সি প্রস্তুতকারক শীতল বেন জানাচ্ছেন, সকালের মধ্যেই অন্তত আড়াইশোটি বিরাটের নাম লেখা জার্সি বিক্রি হয়েছে। রোহিতের নাম লেখা জার্সি বিক্রি হয়েছে অন্তত ১৫০টি। ভারত-পাকিস্তান ম্য়াচের দিন নাকি ৩০ হাজার টাকা আয় হয়েছিল তাঁর।


আরও পড়ুন: বিশ্বকাপ জিতলে মোটা টাকা পুরস্কার! রানার্স আপের ঝুলিতে কত?