মুম্বই: স্বাধীনতা দিবসের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। আর ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ট্যুইট করেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করাই আমার কাছে সবচেয়ে সম্মানের। আমি সৌভাগ্যবান ও কৃতজ্ঞ। কোনও অনুশোচনা নেই'।
যে পোস্ট পড়ে অনেকেই আলোচনা করছেন, কেন আচমকা অনুশোচনা নেই জানাতে গেলেন রোহিত? অনেকেই মনে করছেন, রোহিতের পোস্ট ইঙ্গিতপূর্ণ। তাঁদের মতে, বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর যেভাবে প্রবল বিতর্কের মাঝে রোহিত শর্মাকে প্রথমে টেস্ট দলের ও পরে বিরাটকে সরিয়ে সব ধরনের ফর্ম্যাটে অধিনায়ক করা হয়েছিল, সেই ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন হিটম্যান। সেই সময় কোহলি ভক্তরা অনেকেই রোহিতের দিকে আঙুল তুলেছিলেন। তবে রোহিত দ্ব্যর্থহরীন ভাষায় জানিয়ে দিলেন, তাঁর কোনও অনুশোচনা নেই।
হারারেতে পরীক্ষা
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিনটি ম্যাচই হবে হারারেতে। সেখানেই শিবির হয়েছে টিম ইন্ডিয়ার।
সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।
পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবেন ভারতীয় ক্রিকেটারেরা। যার মধ্যে প্রথম ম্যাচ ১৬ অগাস্ট, হারারেতে। তার আগে জোর কদমে চলছে ভারতীয় দলের প্রস্তুতি।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খোশমেজাজে সৌরভ, উত্তোলন করলেন জাতীয় পতাকা