পোর্ট অফ স্পেন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শুক্রবার (২২ জুলাই) প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে (IND vs WI 1st ODI) হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। তবে ম্যাচ জিতেও শাস্তির মুখে পড়তে হল ভারতকে। কী দোষ করেছিল টিম ইন্ডিয়া?
কেন শাস্তি?
প্রথম ওয়ান ডেতে নিজেদের নির্ধারিত সময়ে ৫০ ওভারের কোটা সম্পূর্ণ করতে পারেনি শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। এর জেরেই আইসিসির শাস্তির মুখে পড়তে হল গোটা দলকেই। আইসিসি এই বিষয়ে বেশ কড়াভাবে নিয়ম পালন করে। খেলোয়াড়দের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার যে নিয়মবিধি রয়েছে, সেই অনুযায়ী কোনও দল তাদের দেওয়া নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে শাস্তি পায়।
সেই নিয়ম অনুযায়ীই সেই দল যে কয়টি ওভার নির্ধারিত সময়ে করতে পারবে না, সেই প্রতিটি ওভারের জন্য দলের প্রতিটি খেলোয়াড়ের ২০ শতাংশ ম্যাচ ফি অর্থাৎ ম্যাচ থেকে প্রাপ্ত বেতন কাটা যাবে। এই নিয়মের জেরেই ভারতীয় দলের খেলোয়াড়দের প্রথম ওয়ান ডে থেকে প্রাপ্ত বেতনের ২০ শতাংশ কাটা গিয়েছে। প্রথম ওয়ান ডের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ভারতীয় দলকে এই শাস্তি দেন।
অভিযোগ মেনে নিয়েছেন ধবন
এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়ক শিখর ধবন এই অভিযোগ স্বীকার করে, ম্যাচ রেফারির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণেই কোনওরকম শুনানির প্রয়োজন হয়নি। আজ একই মাঠে দ্বিতীয় ওয়ান ডে খেলতে নেমেছে দুই দল। টসে জিতে প্রথমে ব্যাট করে শাই হোপের দৌলতে বড় রানের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। ১০ম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে নিজের শততম ম্যাচে শতরান হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার। ৪৫ ওভারে দলের স্কোর চার উইকেটের বিনিময়ে ২৬৪ রান।
আরও পড়ুন: বড় রানের দিকে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ