কলকাতা: গত আইপিএলের অন্যতম সেরা মুখ তিনি। ব্যাট হাতে তিনি ক্রিজে থাকা মানে অসাধ্য সাধনও সম্ভব, এমনই বিশ্বাসের ভিত তৈরি করে দিয়েছিলেন রিঙ্কু সিংহ (Rinku Singh)। কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাট হাতে আইপিএলে শাসন করেছিলেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে যশ দয়ালের ৫ বলে ৫ ছক্কা মেরে ম্যাচ জেতানো ক্রিকেটের রূপকথায় জায়গা করে নিয়েছে।
আইপিলে ১৪ ম্যাচে ৪৭৪ রান। দেড়শোর কাছাকাছি স্ট্রাইক রেট। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে জায়গা পেলেন না রিঙ্কু। যেখানে অনেকে ধরেই নিয়েছিলেন যে, আইপিএলের ওই পারফরম্যান্সের পর রিঙ্কুর জাতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সেখানে উপেক্ষিতই থাকতে হল নাইট তারকাকে। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি প্রথম নির্বাচনী বৈঠকের পরই বিতর্কবিদ্ধ।
আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, 'জাস্টিস ফর রিঙ্কু সিংহ' হ্যাশট্যাগ। নেটিজেনদের মতে, বঞ্চনার শিকার হয়েছেন রিঙ্কু। এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, 'এর পরেও যদি রিঙ্কু ভারতীয় টি-টোয়েন্টি দলে না খেলে তাহলে সেটা ভারতের হার'।
একজন লিখেছেন, 'এই মুহূর্তে রিঙ্কু সিংহ জনপ্রিয়তার শীর্ষে আর তাঁর সুযোগ না পাওয়ায় সকলেই ক্ষিপ্ত।'
শ্রেয়স আরিয়ান নামের এক ক্রিকেট ভক্ত রিঙ্কুর হতাশ মুখের ছবি পোস্ট করে লিখেছেন, 'জাস্টিস ফর রিঙ্কু সিংহ'। অর্থাৎ, রিঙ্কুর জন্য সুবিচার চাই। পরের একটি ট্যুইটে তিনি লিখেছেন, 'রিঙ্কুর থেকে কার্যত ছিনতাই করা হল'।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং জাস্টিস ফর রিঙ্কু সিংহ হ্যাশট্যাগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial