নয়াদিল্লি: কাল, শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপের (Asia Cup 2022) মহারণ। রবিবার (২৮ অগাস্ট) টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের আগেই ভারতীয় দলের নতুন জার্সি (Indian Team New Jersey) প্রকাশ্যে চলে এল। সৌজন্যে দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)।


প্রতিটি টুর্নামেন্টের আগেই দলগুলির সরকারিভাবে ফটোশ্যুট হয়। দলের খেলোয়াড়রা জার্সি পড়ে ছবি তোলে। সেইমতোই এশিয়া কাপের আগেও ভারতীয় দলের তারকারা নতুন জার্সি পরে ছবি তোলেন। সেই ফটোশ্যুটেরই এক দৃশ্য বৃহস্পতিবার (২৫ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন জাডেজা। সেখানেই তাঁকে এশিয়া কাপের জন্য তৈরি ভারতীয় জার্সিতে দেখা যায়। তিনিই প্রথম খেলোয়াড় যিনি এশিয়া কাপের জার্সির ছবি প্রকাশ্যে আনলেন। জাডেজা ভারতীয় জার্সি পরে তোলা সেই ছবি ক্যাপশনে লেখেন, 'প্রস্তুতি নিচ্ছি।'




ভারতীয় নেটে অবশ্য জাডেজাকে রেহাই দিলেন না দলের দুই তারকা ব্যাটার তথা বর্তমান ও প্রাক্তন অধিনায়ক, যথাক্রমে রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই তারকা ব্যাটারকেই নেটে দারুণ ছন্দে দেখায়। নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করছেন ভারত অধিনায়ক। স্টেপ আউট করে ছক্কা থেকে স্যুইপ, স্ট্রেট ড্রাইভ, ব্যাকফুট পাঞ্চে বেশ ভাল ছন্দে দেখায় রোহিতকে।


 






রোহিতের পরেই নেটে ব্যাটে নামেন বিরাট। তিনিও বেশ ভাল ছন্দে ছিলেন। জাডেজার বিরুদ্ধে স্টেপ আউট করে নিজের পরিচিত কভার ড্রাইভ মারতেও দেকা যায় কোহলি। দুর্ভাগ্যবশত রোহিত, বিরাটের প্রতিপক্ষে ছিলেন অশ্বিন, জাডেজারাই একের পর এক গগনচুম্বী ছক্কা খান। যা দেখে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মন্তব্য করছেন, এশিয়া কাপে রোহিত, বিরাট এরকম ছন্দে থাকলে ভারতের ভাল ফলাফল হবেই। এখন শুধু অপেক্ষা রবিবাসরীয় সন্ধ্যা। দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো বটেই, রেকর্ড সাতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নও ভারতীয় দল। এবার লক্ষ্য নিজেদেরই রেকর্ড ভেঙে অষ্টমবার এশিয়া কাপের ট্রফি ঘরে তোলা।


আরও পড়ুন: পাকিস্তান ম্যাচের আগে দুরন্ত ছন্দে রোহিত, নেটে ছক্কার ফুলঝুরি