হ্যামিলটন: নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ফলে হারানোর পর একদিনের সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে ভারত। ৩৪৮ রানের টার্গেট তাড়া করে বিরাট বাহিনীর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।  হারের পর মাঠ ছেড়ে যখন  ভারতীয়  ক্রিকেটাররা বেরিয়ে যাচ্ছিলেন, তখন গ্যালারি থেকে একটি ভিডিও শ্যুট করেন এক ভারতীয় সমর্থক। সেটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, গ্যালারি থেকে কিছু দর্শক চিৎকার করে বলছেন, ‘অনুষ্কা ভাবী জিন্দাবাদ’।



অতীতে ভারতের বিপর্যয়ে বিরাট-পত্নীকে নিশানা করা হয়েছে বেশ কয়েকবার। বিয়ের আগেও বিরাটের ফর্ম না থাকার জন্যও আঙুল তোলা হয়েছে তাঁর দিকে। বিরাট-বাহিনীর হারে অনুষ্কাকে দোষারোপের পাশাপাশি তাঁর পোস্টার অবধি পোড়ানো হয়েছে। মাঠে অনুষ্কার উপস্থিতি নিয়েও কটাক্ষ করেছে ক্রিকেটপ্রেমীদের একাংশ। পাল্টা এর নিন্দা করে মুখ খুলেছেন বিরাটও।
এহেন নজিরের প্রেক্ষাপটে গতকাল অনুষ্কার নামে জয়ধ্বনি কি স্রেফ মজা করেই না এর পিছনেও রয়েছে বিদ্রুপ, ব্য়ঙ্গের খোঁচা, জল্পনা চলছে।