মুম্বই: আজ ছিল পবিত্র গণেশ চতুর্থী। দেশের বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা এই বিশেষ দিনটিতে গণেশ পুজোয় মেতে উঠেছেন। নিজেদের সোশাল মিডিয়ায়ও পোস্ট করেছেন অনেকেই ছবি। কিন্তু অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ও ওপেনার ডেভিড ওয়ার্নারের ইনস্টাগ্রাম পোস্ট যেন সবার নজর কেড়ে নিল। গণেশ চতুর্থীর এই বিশেষ দিনে গণপতি বাপ্পার ছবির সামনে হাত জোর করা একটি ছবি পোস্ট করে ভারতবাসীকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন ওয়ার্নার।


ভারতে আইপিএলের সুবাদে প্রতি বছরই আসা হয় অজি তারকার। এদেশের সংস্কৃতির সঙ্গেও অনেক মিশে গিয়েছেন। এছাড়াও ভারতে ক্রিকেট সমর্থকরাও ওয়ার্নারকে ভীষণ পছন্দ করেন। এহেন ওয়ার্নারের ইনস্টা পোস্ট ভারতীয়দের মন জয় করে নিয়েছেন। ওয়ার্নারের পোস্টের নিজে কমেন্ট সেকশনে চোখ রাখলেই তা পরিষ্কার বোঝা যাবে। 






ওয়ার্নার যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে  মাথা নিচু করে প্রার্থনায় মগ্ন অজি তারকা। ছবির ক্যাপশনে ওয়ার্নার লেখেন, ''আমার সব ভারতীয় বন্ধুদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আপনাদের সকলের সুখ কামনা করছি।''


ভারতের বিভিন্ন ক্রীড়াবিদের সাফল্যে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। কমনওয়েলথ গেমসে পিভি সিন্ধু যখন সোনা জিতেছিলেন, তখন ওয়ার্নার সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেখানে কমেন্ট বক্সে ওয়ার্নারের স্ত্রী-কেও কমেন্ট করতে দেখা গিয়েছে। 


এছাড়াও বলিউডের ও তামিলের বিভিন্ন ছবির সংলাপ নিয়ে রিল বানানোয় ওয়ার্নার একেবারে ওস্তাদ। নিজের ইনস্টাগ্রামে সেই রিল পোস্টও করেন তিনি। এবার গণেশ চতুর্থীতে ওয়ার্নারের পোস্ট দেখে ভারতীয়রা আনন্দিত এই কারণেই যে অজি তারকাও ভারতীয় সংস্কৃতিকে এতটা মর্যাদা দেন। 


আরও পড়ুন: হং কংকে হেলায় হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত