ওসাকা: গত সপ্তাহে বিশ্ব চ্যাম্পিয়নশিপে হতাশাজনকভাবে শুরুর দিকেই ছিটকে গিয়েছিলেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। তবে জাপান ওপেনে (Japan Open) দুরন্ত ছন্দে দেখাল বিশ্বের প্রাক্তন এক নম্বর শাটলারকে। বিশ্বের চার নম্বর লি জি জিয়াকে স্ট্রেট গেমে পরাস্ত করলেন ভারতীয় তারকা। তবে শ্রীকান্তের সাফল্যের দিনেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দুই তারকা ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল এবং কমনওয়েলথ গেমসে সোনা জয়ী লক্ষ্য সেন।


প্রথম জয়


৩৭ মিনিটের ম্যাচে ২২-২০ ও ২৩-২১ স্কোরলাইনে জয় পান শ্রীকান্ত। মালয়েশিয়ান লির বিরুদ্ধে চতুর্থ সাক্ষাতে এই প্রথমবার তাঁকে মাত দিতে সমর্থ্য হলেন শ্রীকান্ত। তবে প্রথম গেম জিতেও পরের দুই গেম হেরে চূড়ান্ত হতাশাজনকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল ২১ বছর বয়সি ভারতীয় তরুণ লক্ষ্য সেনকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য জাপানের কেন্টা নিশিমতোর বিরুদ্ধে ২১-১৮ স্কোরলাইনে প্রথম গেম জেতেন। তবে বিশ্বের ২১ নম্বর শাটলারের বিরুদ্ধে পরের দুই গেম ১৪-২১ ও ১৩-২১ স্কোরলাইনে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন লক্ষ্য। 


জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে এমনিই খাতায় কলমে পিছিয়েই ছিলেন সাইনা। ম্যাচেও এই ব্যবধান স্পষ্টভাবেই চোখে পড়ে। ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় শাটলার মাত্র ৩০ মিনিটে স্ট্রেট গেমে শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে উড়ে গেলেন। ম্যাচের স্কোর সাইনার বিপক্ষে ৯-২১, ১৭-২১। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে পৌঁছনো ভারতীয় ডাবলস জুটি এমআর অর্জুন এবং ধ্রুব কাপিলাও দুর্ভাগ্যবশত ছিটকে গিয়েছেন।


হারলেন ধ্রুব-অর্জুনরাও


বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সুবাদে নয় ধাপ এগিয়ে ডাবলসে ২৬ নম্বরে উঠে এসেছে অর্জুন ও ধ্রুবর জুটি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন গেমের ম্যাচে তাঁদের কোরিয়ান জুটি চোই সোল জিউ ও কিম ওন হোর জুটির কাছে হারতে হয়। ম্যাচের ভারতীয় শাটলার জুটি ২১-১৯ স্কোরলাইনে প্রথম গেম জেতেন। এরপর দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়ই করেও ২১-২৩ পরাজিত হন ধ্রুবরা। শেষ গেমে অবশ্য তেমন লড়াই হয়নি ১৫-২১ স্কোরলাইনে শেষ গেম ও ম্যাচ হারে ভারতীয় জুটি।  


আরও পড়ুন: ভারত-পাকিস্তান মহারণে ছোট্ট ভুলের জেরে বড় শাস্তি পেল উভয় দলই