নয়াদিল্লি: আবার বিতর্কে দ্যুতি চন্দ (Dutee Chand)। ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার ডোপ টেস্টে (Dope Test) ব্যর্থ হয়ে নির্বাসিত হলেন ৪ বছরের জন্য। ২০২১ সালে ইন্ডিয়ান গ্রাঁ পিকে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র ১১.১৭ সেকেন্ড সময় নিয়েছিলেন দ্যুতি। যা জাতীয় রেকর্ড এখনও পর্যন্ত। এই নির্বাসনের মেয়াদ শুরু হচ্ছে চলতি বছর ৩ জানুয়ারি থেকে। আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এই নির্বাসনের মেয়াদ বহাল থাকবে।
২০২২ সালের ৫ ডিসেম্বর যে নমূনা সংগ্রহ করা হয়েছিল। সেখানেই নিষিদ্ধ ওষুধের মাত্রা পাওয়া গিয়েছে। ফলে সেদিনের পর থেকে যে যে সাফল্য পেয়েছেন দ্যুতি। বা যা যা পদক জিতেছেন, কোনও কিছুই আর বিবেচ্য হবে না। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ২.১ ও ২.২ বিধিনিষেধ লঙ্ঘনের জন্য দ্যুতিকে নির্বাসিত করা হয়েছে। অ্যাপিল জানানোর জন্য হাতে ২১ দিন সময় রয়েছে দ্যুতির।
দ্যুতি ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে(Asian Games) জোড়া রুপোর পদক জিতেছিলেন। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন দ্যুতি। ভুবনেশ্বরে নাডার ডোপিং কন্ট্রোলের অফিসাররা দ্যুতির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে ২ বার করে। যদিও তার প্রথম নমুনায় অ্যানাবলিক এজেন্ট অ্যান্ডারিন, অস্টারিন এবং লিগ্যান্ড্রোলের উপস্থিতি ছিল, দ্বিতীয় নমুনায় অ্যান্ডারিন এবং অস্টারিনের চিহ্ন ছিল।
দ্যুতির ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। সমকামী তিনি। বান্ধবী মোনালিসা দাসের সঙ্গে লিভ ইন করেন। সমলিঙ্গে বিয়ে স্বীকৃতি পেলেই বিয়েও সেরে ফেলতে চান। সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করছেন কোন সংকল্প নিয়ে? এবিপি লাইভকে এক সাক্ষাৎকারে দ্যুতি জানিয়েছিলেন, 'সব মানুষের শরীর এক। মন আলাদা। একটা ছেলে যে একটা মেয়েকেই পছন্দ করবে বা একটা মেয়ে ছেলেকে পছন্দ করবে, তার কোনও মানে নেই। আমি মোনালিসাকে ভালবাসি। পছন্দ করি। ওর সঙ্গে থাকব বলে কথা দিয়েছি। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সুপ্রিম কোর্ট এখনও ছাড়পত্র দেয়নি। অপেক্ষা করছি। আমাদের লড়াই চলবে।''
সমাজের কটাক্ষও হজম করতে হয়েছে। বলছিলেন, ''প্রচুর প্রশ্ন উঠেছে। প্রচুর হয়রানি হয়েছে। হেনস্থার শিকার হয়েছি। সমাজ মেনে নেয়নি শুরুতে। বক্রোক্তি শুনতে হয়েছে। পরিবারের অনেকে আপত্তি জানিয়েছে। এক বোনের সঙ্গে মনোমালিন্য হয়েছে। পরে অবশ্য সকলের ধারণা পাল্টেছে। এখন পরিবারও সমর্থন করছে। আর অনেক সময় তো ছেলে-মেয়ের সম্পর্কও বাড়ি থেকে মেনে নেয় না। ধর্ম-জাতপাত নিয়ে অনেক সমস্যা হয় আমাদের দেশে।''