মায়ামি: বার্সেলোনা (Barcelona) ছেড়ে পিএসজিতে (PSG) যোগ দিয়েছিলেন তিনি ২০২১ সালে। কিন্তু ২ বছরের মাথায় ফরাসি ক্লাবকেও বিদায় জানিয়েছেন। যোগ দিয়েছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami)। আর নতুন ক্লাবে এসে এবার পিএসজিতে খেলা ও সেখানে থাকা নিয়ে চাঞ্চল্য়কর মন্তব্য করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) । ৭ বারের ব্যঁল ডি অঁর জয়ী এই তারকা স্ট্রাইকার এমনও জানিয়েছেন যে পিএসজিতে যোগ দেওয়ার জন্য কখনওই তিনি বার্সেলােনা ছাড়তে চাননি।


এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামির ওয়েবসাইটে মেসি বলেন, ''আমি কখনওই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিতে চাইনি। এটা পুরোটাই একটা রাতের সিদ্ধান্ত ছিল। আমি বার্সেলোনাতেই থাকতে চেয়েছিলাম। কিন্তু আমাকে একেবারে ভিন্নভাবে, ভিন্ন শহরে থাকতে হচ্ছিল। প্যারিসে থাকাটা আমার পক্ষে চাপের হয়ে উঠছিল। কঠিন হচ্ছিল ভীষণ। তবে এখানকার পরিস্থিতি একদম আলাদা।" ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ৬ ম্যাচ খেলেছেন মেসি। তার মধ্যেই ৯টি গোল করে ফেলেছেন তিনি। মেসি আরও বলেন, ''পিএসজি থাকার সময়ই আমি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা ভাবি। এই সিদ্ধান্ত আমি সময়ের সঙ্গে নিয়েছিলাম। তাড়াহুড়ো করিনি। এখানে অনেক সহজ হয়েছে আমার জীবন ও থাকা। সমর্থকরাও আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন, তাতে আমি অভিভূত।''


 






উল্লেখ্য, এ মরশুমের শুরুতেই ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। তবে উয়েফার বিচারে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। সদ্যই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা তিন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়। সেই তালিতায় আর্জেন্তাইন মহাতারকার সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির দুই তারকা কেভিন দি ব্রুইন এবং আরলিং হালান্ডও রয়েছেন।


২০২২-২৩ মরশুমের নিরিখেই এই তালিকা তৈরি করা হয়েছে, তাই এ মরশুমে মেসি ইউরোপ ছাড়লেও রয়েছেন এই তালিকায়। প্যারিস সঁ জরমেঁর হয়ে মেসি চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও, প্যারিসের ক্লাবের সঙ্গে লিগ খেতাব জেতেন মেসি। গত মরশুমেও বিশ্বকাপও জেতেন তিনি। ঘরোয়া লিগে ৩২ট ম্যাচে ১৬টি গোলের পাশাপাশি লিগ সর্বোচ্চ ১৬টি গোলের অ্যাসিস্টও দেন তিনি। মেসির প্রতিদ্বন্দ্বী দুই তারকা দি ব্রুইন এবং হালান্ড গত মরশুমে ক্লাব স্তরে যা যা খেতাব জেতা সম্ভব, প্রায় সবকয়টিই জিতেছেন।