জুরিখ: ফিফার তরফে নতুন ব়্যাঙ্কিং (FIFA Rankings) প্রকাশিত হল। সেই নতুন ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল ভারতীয় দল (Indian Football Team)। নেশনস লিগের মোট ৫৩টি ম্যাচ ও ১১৯টি ফ্রেন্ডলি ম্যাচে পারফরম্যান্সের বিচারেই নতুন ব়্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেই ব়্যাঙ্কিং তালিকায় ভারত ১০৪ নম্বর থেকে পিছিয়ে গিয়ে ১০৬ নম্বর স্থানে নেমে গেল। তবে ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ স্থানে কোনওরকম বদল হয়নি।
শীর্ষে ব্রাজিল
কাতার বিশ্বকাপে বিশ্বের এক নম্বর দল হিসাবেই মাঠে নামতে চলেছে রেকর্ড বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল (Brazil Football Team)। তাদের পরে দুই নম্বর স্থানে রয়েছে বেলজিয়াম। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনাও খুব একটা পিছিয়ে নেই। অপরাজিত আলবেসেলিস্তে তৃতীয় স্থানে রয়েছে। ফ্রান্স ও ইংল্যান্ড যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে নিজেদের দখল অব্যাহত রেখেছে। ইতালি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও, তারা ব়্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। রবার্তো মানচিনির দল ইংল্যান্ডকে নেশনস লিগে ১-০ হারিয়ে তাদের সঙ্গে নিজেদের রেটিং পয়েন্টের ব্যবধান কমাতেও সক্ষম হয়েছে।
প্রথম দশে এক বদল
ইতালির উত্থানে একধাপ পিছিয়ে গেল স্পেন। তারা সাত নম্বর স্থানে রয়েছে। প্রথম দশে বদল বলতে এটাই। নেদারল্যান্ডস আট নম্বরে, রোনাল্ডোর পতুর্গাল নয় নম্বর স্থানে এবং ডেনমার্ক ব়্যাঙ্কিংয়ে দশে রয়েছে। কাতার বিশ্বকাপে এই ব়্যাঙ্কিংই বজায় থাকবে। বিশ্বকাপ শেষ হওয়ার পর ২২ ডিসেম্বর আবার ফিফার তরফে নতুন প্রকাশ করা হবে। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে এবারের ফিফা বিশ্বকাপ।
টিকা বাধ্যতামূলক নয়
কাতার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের কারও কোভিডের টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। তবে কাতারে যাওয়ার পর সেখানে করোনা পরীক্ষা অবশ্যই করাতে হবে। যদি সেই পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে, তবেই একমাত্র বিশ্বকাপের আসর দেখতে পারবেন সমর্থকরা। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, ''করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে থাকায় যে সমর্থকরা খেলা দেখতে কাতারে আসবেন, তাঁদের টিকা নেওয়া বাধ্যতামূলক নয়।''
করোনার ভ্যাকসিন না নিয়ে গেলেও কাতারে গিয়ে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। বিমানবন্দরেই করোনা পরীক্ষা হবে। এছাড়া অন্তত ৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর রিপোর্টে যদি নেগেটিভ থাকে, তবেই কাতারে ঢুকতে পারা যাবে। তবে কোনও উপসর্গ না থাকলে তাঁর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন: কেরালার বিরুদ্ধে হার দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু লাল হলুদের