ক্রাইস্টচার্চ: জমে উঠেছে আইসিসির ব়্যাঙ্কিংয়ে (ICC T20I Rankings) এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হওয়ার লড়াই। গত কয়েক মাসে মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan), বাবর আজম ও সূর্যকুমার যাদবই (Suryakumar Yadav) মূলত এক নম্বর স্থান দখলের লড়াইয়ে রয়েছেন। গত দুই মাসে বাবরকে সরিয়ে পাকিস্তান দলে তাঁর সতীর্থ রিজওয়ানই ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করেছেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে সূর্যকুমারও রিজওয়ানের ঠিক পিছনেই দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর ও সূর্যকুমারের এক নম্বর স্থান দখলের এই লড়াই নিয়ে এবার মুখ খুললেন রিজওয়ান।


সূর্যর বিষয়ে রিজওয়ান


ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে রিজওয়ানের ৭৮ রানের ইনিংসে ভর করেই পাকিস্তান বাংলাদেশকে হারায়। এরপরেই সূর্যকুমারের সঙ্গে তাঁর এক নম্বর স্থান নিয়ে লড়াইয়ের বিষয়ে মুখ খোলেন রিজওয়ান। পাক তারকা ম্যাচ শেষে বলেন, 'সূর্যকুমার যাদব খুবই ভাল ক্রিকেটার। ওঁর খেলা আমার বেশ পছন্দ। কিন্তু আমি টপ অর্ডারে ব্যাট করি এবং ওঁ মিডল অর্ডারে ব্যাট করে, দুইটি ভিন্ন। সত্যি বলতে এক নম্বর নিয়ে কখনও তেমন ভাবিনি। পাকিস্তানকে ম্যাচ জেতানোর জন্য যা করণীয়, বরাবরই তাই করতে চাই আমি। এক নম্বরের লড়াই, ম্যাচ সেরা হওয়া, এগুলি অনেকসময় আমাদের ভুল দিকে পরিচালিত করে। এসব নিয়ে আমি চিন্তাভাবনা করি না।'


তবে রিজওয়ানের দুরন্ত ধারাবাহিকতা সত্ত্বেও, তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে হালে অনেক সমালোচনা হয়েছে। সেই বিষয়ে রিজওয়ান জানান, 'হ্যাঁ, অনেক সময়ই এমন ইনিংস খেলতে বাধ্য হই যেখানে পিচের পরিস্থিতি অনুযায়ী আমায় ৬০ বলে ৪০ রানের ইনিংস খেলতে হয়। তবে পাকিস্তানের জয়ের জন্য তখন সেটাই প্রয়োজন ছিল। গত বছরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে এমনই ইনিংস খেলতে বাধ্য হয়েছিলাম। আমিরশাহিতে তো ১৪৫ রান তোলাও বেশ কঠিন হয়।'


সুযোগ হাতছাড়া


প্রসঙ্গত, বর্তমানে রিজওয়ান ও সূর্যর মধ্যে মাত্র ১৬ রেটিং পয়েন্টের পার্থক্য রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমারের সামনে রিজওয়ানকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল বটে। কিন্তু তিনি মাত্র আট রান করে আউট হওয়ায়, কা সম্ভব হয়নি। তবে চলতি টি-টোয়েন্টি সিরিজে ভাল পারফর্ম করে রিজওয়ান রেটিং পয়েন্টে এগিয়ে যেতেই পারেন। ২৩ অক্টোবর মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচে সূর্যকুমার ও রিজওয়ান, উভয়ই মাঠে নামবেন।


আরও পড়ুন: চোটের জেরে ছিটকে গেলেন চাহার, ভারতীয় দলে ডাক পেলেন ওয়াশিংটন সুন্দর