নয়াদিল্লি: আগামী মার্চে ২ টো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল। আগামী ২৩ মার্চ বাহরিনের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে সুনীল ছেত্রীরা। এরপর ২৬ মার্চ বেলারুসের বিরুদ্ধে আরও একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। ২টো ম্যাচই খেলা হবে মানামা, বাহরিনে।
আগামী জুনে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ রয়েছে ভারতের। তার প্রস্তুতি হিসেবেই এই ২ টো ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ বলেন, ''সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের ভাবতেই হবে যে যেমন প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাইছি আমরা, তা সম্ভব নয়। তবে ভারতীয় দলের কোচ হিসেবে আমি খুশি যে ২টো ম্যাচ আমরা খেলতে পারব।'' তিনি আরও বলেন, ''বাহরিন ও বেলারুস ২টো দলই ক্রমতালিকায় আমাদের থেকে ওপরে রয়েছে। আমি মনে করি যে আমাদের কাছে এটাই সুবর্ণ সুযোগ চিনে হতে চলা এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের একবার ঝালিয়ে নেওয়ার।''
গত বছর ভারতীয় ফুটবলের জন্য খুবই ভাল সময় গিয়েছে। ২০২১-এ অষ্টমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত। ফাইনালে নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী, মনবীর সিংহরা। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হন সুনীল। তিনি ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ সম্মানও পান। ২০১৫ সালের ফের সাফ চ্যাম্পিয়ন হল ভারত।
এদিকে ব্যক্তিগত ক্যারিশমায়ও সুনীল ছেত্রী নজির গড়েন গত বছর। আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যার নিরিখে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে টপকে যাওয়া। আন্তর্জাতিক ফুটবলে ফুটবলের রাজা পেলের গোলসংখ্যা ৭৭। সাফ চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে পেলেকে ছাপিয়ে যান সুনীল। বর্তমানে যাঁরা আন্তর্জাতিক ফুটবল খেলছেন, তাঁদের মধ্যে গোলসংখ্যায় মেসি ও সুনীলের চেয়ে এগিয়ে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আরো পড়ুন: কাল যুব বিশ্বকাপের ফাইনাল, যশদের ধূলদের মূল্যবান পরামর্শ বিরাটের