বেঙ্গালুরু: কয়েকদিন আগেই হইচই পড়ে গিয়েছিল সন্দীপ লামিছানের ঘটনায় (Sandeep Lamichhane)। ধর্ষণের অভিযোগ উঠেছিল আগেই। নেপালের আদালতে তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়। হাজতবাসের শাস্তি হয়েছে এক সময় আইপিএলে খেলা নেপালের তরুণের।


এবার হইচই পড়ে গেল ভারতীয় হকি দলের সদস্য বরুণ কুমারকে (Varun Kumar) নিয়ে। তাঁর বিরুদ্ধেও উঠেছে ধর্ষণের অভিযোগ। তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশ পসকো (Protection of Children from Sexual Offences POCSO Act) আইনে বরুণের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ২১ বছর বয়সী এক মহিলা অভিযোগ করেছেন, তিনি নাবালিকা থাকাকালীন যৌন হেনস্থা করেছিলেন ভারতীয় হকি দলের তারকা। হায়দরাবাদের বাসিন্দা ওই মহিলা এখন একটি বিমান সংস্থায় কর্মরত। তাঁর অভিযোগ, অর্জুন পুরস্কার বিজয়ী হকি তারকার সঙ্গে ২০১৮ সালে তাঁর আলাপ হয়। যখন বেঙ্গালুরুর সাইয়ে অনুশীলন করতেন বরুণ কুমার। এরপর নাকি ইনস্টাগ্রাম মারফত অভিযোগকারিণীর সঙ্গে যোগাযোগ করেন হকি তারকা। তাঁকে দেখা করার জন্য জোর করেন।            


অভিযোগকারিণী জানিয়েছেন, ২০১৯ সালে বিয়ে নিয়ে আলোচনা করার জন্য তাঁকে একটি হোটেলে নিয়ে যান বরুণ। সেখানেই তাঁর সঙ্গে সহবাস করেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর সেই সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন বরুণ। কিন্তু এরপরই তাঁর সঙ্গে হকি তারকা যোগাযোগ বন্ধ করে দেন বলে জানিয়েছেন ওই মহিলা। এমনকী, তাঁর ফোন ধরাও বন্ধ করে দেন। বিয়ে করতেও অস্বীকার করেন। বেঙ্গালুরু দক্ষিণের ডেপুটি পুলিশ কমিশনার এস গিরিশ বলেছেন, 'হকি খেলোয়াড়ের বিরুদ্ধে একটা মামলা রুজু করা হয়েছে। আপাতত তিনি কর্নাটকে নেই। তাঁর হদিশ পেতে দুটি দল পাঠানো হচ্ছে।' বরুণের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ) ও ৪২০ (প্রতারণা) ধারাতেও মামলা রুজু করা হয়েছে।


জাতীয় হকি দলের তারকার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তোলপাড় ভারতীয় ক্রীড়ামহল। অভিযোগের কেন্দ্রে বরুণ কুমার। বছর তিনেক আগে অর্জুন পুরস্কার পাওয়া এই ক্রীড়াবিদের বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ। ঘটনার সময় যেহেতু অভিযোগকারিণী প্রাপ্তবয়স্ক ছিলেন না, তাই পকসো ধারা দেওয়া হয়েছে।


আরও পড়ুন: আইপিএলের প্রস্তুতিতে নামার আগে দেওরি মায়ের মন্দিরে পূজো দিয়ে এলেন ধোনি



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।