নয়াদিল্লি: আগামী বছর বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস। আর সেই টুর্নামেন্ট থেকেই নাম তুলে নিল ভারতীয় হকি দল। কোভিড ইস্যুই নাকি মূল সমস্যা। ইংল্য়ান্ড সরকার করোনার বাড়বাড়ন্তের জন্য কড়া নিয়ম জারি করেছে। সেখানে জানানো হয়েছে যে, ভারত থেকে কেউ গেলেই তাঁকে অন্তত ১০ দিনের কঠিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আর সেই নিয়ম নিয়েই খানিকটা ক্ষুব্ধ ভারতীয় অলিম্পিক সংস্থা। এরপরই মঙ্গলবার নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা।
আগামী বছর ২৮ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হওয়ার কথা কমনওয়েলথ গেমস। এদেশের কোয়ারেন্টিং বিধি ও ও ইউরোপের কোয়ারেন্টিন বিধি একদমই আলাদা। সেই বিষয়টাই মেনে নিতে পারছেন না ভারতীয় অলিম্পিক্স সংস্থার কর্তারা। তার জন্যই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ভাল পারফর্ম করাই লক্ষ্য। তার জন্য এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে ভারতীয় হকি দল। এই এশিয়ান চ্যাম্পিয়নশিপই ভারতের ২০২৪ প্যারিস অলিম্পিকে যোগ্যতা নির্ণয়ের মঞ্চ। আগামী অলিম্পিক্সে সোনা জিততে মরিয়া ভারতীয় হকি দল। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে ১০ দিনের কঠোর কোয়ারেন্টিন খেলোয়াড়দের ওপর মানসিক চাপ বাড়তে পারে বলেই মনে করছেন সবাই। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে কমনওয়েলথ থেকে নাম প্রত্যাহারেরই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা।
অলিম্পিক্সে ভারতের ঝুলিতে পদক এসেছিল হকিতেও। হকিতে ব্রোঞ্জ জিতেছে পুরুষ হকি দলের। ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক এসেছে ভারতের। জার্মানিকে হারিয়েছে তারা ৫-৪ গোলে। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করেছে ভারতীয় দল। সিমরনজিতের জোড়া গোল। একটি করে গোল করেন হার্দিক সিংহ, রুপিন্দর পাল সিংহ, হরমনপ্রীত।
টোকিও অলিম্পিক্সের আগে ১৯৮০ সালে অলিম্পিক্স থেকে শেষবার পদক জিতেছিল ভারত। সেবার সোনা এসেছিল ঘরে। ১৯৭২ সালের অলিম্পিক্সে শেষবার ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিক্সে ইতিহাস রচনা করে মাঠেই কেঁদে ফেলেছিলেন ভারতীয় হকি তারকারা। ৪৯ বছর পর অলিম্পিক্স হকির সেমিফাইনালে পৌঁছে আগেই ইতিহাস রচনা করেছিল ভারত। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ চারের মোকাবিলা হেরে গেলেও অবশেষে তৃতীয় স্থানে থেকে টোকিও অভিযান শেষ করেন মনপ্রীতরা সিংহরা।