নয়াদিল্লি: বার্লিনে বিশ্ব সিরিজে যোগ দেওয়ার জন্য অর্থ ধার করতে হল ভারতের প্যারালিম্পিক দলের ৬ জন সদস্যকে। কারণ, ভারতের প্যারালিম্পিক কমিটি এই ইভেন্টের জন্য টাকা দিতে ব্যর্থ হয়। ফলে বিদেশে গিয়ে চরম সমস্যায় পড়তে হয় ভারতীয় অ্যাথলিটদের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনব বিন্দ্রা। ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল বলেছেন, তিনি এ বিষয়ে খোঁজ নেবেন। প্যারালিম্পিক কমিটি অবশ্য দায় এড়াতে ব্যস্ত।





সাঁতারু কাঞ্চনমালা পাণ্ডে বলেছেন, ‘বার্লিনের অভিজ্ঞতা ভয়াবহ। আমি কোনওদিন ভাবতে পারিনি, এরকম সমস্যায় পড়তে হবে। আমাকে এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা ধার করতে হয়। শুধু তাই নয়, আমাদের সঙ্গে বার্লিনে গেলেও, ইভেন্ট চলাকালীন উধাও হয়ে যান কোচ কনওয়ালজিৎ সিংহ। তিনি ৯০ পাউন্ড দাবি করেন। কোচ আমাকে কোনওরকম সাহায্য করেননি। তিনি কোথায় থাকতেন ভগবানই জানেন। একদিন হোটেলে ফেরার সময় আমার কাছে কোনও অর্থ ছিল না। ট্রামে ওঠার পর টিকিট পরীক্ষক ১২০ পাউন্ড জরিমানা করেন।’






প্যারালিম্পিক কমিটির কর্তাদের দায়িত্বজ্ঞানহীনতার এখানেই শেষ নয়। তাঁদের গাফিলতিতে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে যোগ দিতে বাধ্য হন কাঞ্চনমালা। যেটা তাঁর ইভেন্টই না। তা সত্ত্বেও তিনি ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতে রুপো জেতেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোক, ১০০ মিটার ফ্রিস্টাইল ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে যোগ্যতা অর্জন করেন।





প্যারালিম্পিক কমিটির সহ-সভাপতি গুরচরণ সিংহের দাবি, সাই সময়মতো অর্থ দেয়নি। সেই কারণেই বার্লিনে যাওয়ার আগে প্যারা-অ্যাথলিটদের অর্থ দেওয়া সম্ভব হয়নি। এখনও তাঁদের অর্থের সমস্যা রয়েছে। তবে প্যারা-অ্যাথলিটরা বার্লিনে যে অর্থ খরচ করেছেন, সেটা তাঁদের ফিরিয়ে দেওয়া হবে।