নয়াদিল্লি: করোনা আতঙ্কে ক্রিকেট দুনিয়ায় জোর ধাক্কা। একের পর এক সিরিজ বাতিল। ভারতে এসেও একটি ম্যাচও না খেলে বাড়ি ফিরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। বিশ্বের অন্যত্রও মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছে একাধিক সিরিজ। করোনা আতঙ্কে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত আইপিএল হচ্ছে না, তা নিশ্চিত। ভারতে যে ভাবে করোনার প্রকোপ বাড়ছে, তাতে গোটা মরশুমই বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা। আর সত্যি সত্যিই যদি তাই হয়, তাহলে ভারতের অনেক তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েই তৈরি হবে ধোঁয়াশা।


মহেন্দ্র সিংহ ধোনি। ক্রিকেট বিশ্বের ধারণা অস্ট্রেলিয়ায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা, সেটাই হবে মাহির ক্রিকেট জীবনের ‘শেষ ইভেন্ট’। আর তার প্রস্তুতি নিতেই আইপিএল মহড়ায় নেমেছিলেন মাহি। চেন্নাইয়ে চলছিল প্র্যাকটিস। হঠাৎ করোনা হানায় সব লণ্ডভণ্ড হয়ে গেল। চেন্নাই থেকে বাড়ি ফিরে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা। শেষ পর্যন্ত আইপিএল না হলে কী হবে ধোনির ভবিষ্যৎ, তা নিয়েই এখন প্রশ্ন।


একই প্রশ্ন মাথাচারা দিচ্ছে সঞ্জু স্যামসন এবং ক্রুণাল পাণ্ড্যর টি-টোয়ন্টি বিশ্বকাপের দলে থাকা নিয়েও! নিউ জিল্যান্ড সফর একেবারেই ভাল যায়নি সঞ্জুর। সেক্ষেত্রে আইপিএল-ই তাঁর টেস্ট পরীক্ষা। ওখানে পাশ করলেই বিশ্বকাপের দলে নাম তোলার সুযোগ থাকবে সঞ্জুর। আর আইপিএল-ই যদি না হয় তাহলে স্বাভাবিক ভাবেই দলে থাকার ক্ষেত্রে এগিয়ে থাকবেন ২ উইকেট কিপার ব্যাটসম্যান কেএল রাহুল এবং ঋষভ পন্থ।


অন্যদিকে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের মতো ফিঙ্গার স্পিনাররা দলে থাকায় ক্রুণালের বিশ্বকাপ দলে থাকা নিয়েও তৈরি হচ্ছে ধন্দ। আইপিএলে ভাল পারফর্ম করে বিশ্বকাপ দলে ঢুকে যাওয়ার একটা সুযোগ ক্রুণালের আছে। তবে আইপিএল না হলে, সেই সুযোগ স্বাভাবিকভাবেই হাতছাড়া হয়ে যাবে তাঁর।