টোকিও: প্যারালিম্পিক্সে ফের সাফল্য ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন সিংরাজ আদানা। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬ নম্বরে থেকে ফাইনালে উঠেছিলেন তিনি। ফাইনালে সিংরাজের মোট স্কোর ছিল ২১৬.৮। তৃতীয় স্থানে শেষ করেন তিনি। ভারতের আর এক প্রতিযোগী মণিশ নারওয়াল সাত নম্বর স্থানে শেষ করেছেন।


গতকাল টোকিওয় ভারতের সোনালি দিন ছিল। প্যারালিম্পিক্সে ভারতের জোড়া সোনা। শ্যুটিংয়ে সোনা অবনী লেখারার (Avani Lekhara)। অন্যদিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন সুমিত আন্টিল (Sumit Antil)। প্যারালিম্পিক্সের ইতিহাসে এমন দিন আগে আসেনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন বছর ১৯-এর অবনী লেখারা। শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ মার্ক ইভেন্টে বাজিমাত। ফাইনালে ২৪৯.৬ স্কোর করে বিশ্বরেকর্ড। কার্যত তাঁর হাত ধরেই টোকিওতে শ্যুটিংয়ে শাপমোচন।


 টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা ভারতের। পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে সোনা জিতলেন সুমিত আন্টিল। ৬৮.৫৫ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন সুমিত। এই নিয়ে প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা জয় ভারতের। সোনা জয়ের পর সুমিতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন রাহুল গাঁধীও।


ফাইনালের মঞ্চে সুমিত চোখ ধাঁধানো পারফরম্যান্স মেলে ধরেছে। ফাইনালে তিনটি বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন তিনি। প্রথম থ্রো-তে ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়ে কার্যত সোনাজয় নিশ্চিত করে ফেলেছিলেন তিনি। দ্বিতীয়বার ছোড়ার সময় নিজের সদ্য তৈরি বিশ্বরেকর্ডকেই আরও একটু উন্নীত করেন তিনি। আর তৃতীয়বার ছোড়ার সময় ৬৮.৫৫ মিটার জ্যাভলিন ছুড়ে নতুন বিশ্বরেকর্ড তৈরি করে সোনা জেতেন সুমিত। 


জ্যাভলিনে রুপো জিতেছেন পদক দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর সিংহ জেতেন ব্রোঞ্জ। এথেন্স, রিওর পর এবার ফের একবার টোকিওতে জ্যাভলিনে ইতিহাস গড়ে পদক জিতলেন দেবেন্দ্র। টোকিও প্যারালিম্পিক্সে  রুপো জিতেছেন এফ ৪৬ বিভাগে। সেই একই বিভাগে সুন্দর সিংহ ব্রোঞ্জ জিতেছেন। ডিসকাসেও উজ্জ্বল ভারত। এফ ৫৬ বিভাগে ডিসকাস থ্রো-এ রুপো জিতলেন যোগেশ কাথুনিয়া।