নয়াদিল্লি: তিন ফর্ম্যাটে তিন অধিনায়কের পথে হাঁটল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
আসন্ন দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সফরে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি - তিন ফর্ম্যাটের জন্য তিন অধিনায়ক বেছে নেওয়া হল। বুধবার পর্যন্ত খবর ছিল যে, হার্দিক পাণ্ড্য ফিট না হওয়ায় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিত শর্মাকে অনুরোধ করা হয়েছিল। তবে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সাফ জানিয়ে দেওয়া হল যে, রোহিত ও বিরাট কোহলি, দুই মহাতারকাই জানিয়েছিলেন সীমিত ওভারের ক্রিকেটে সাময়িক বিরতি নিতে চান। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি রোহিত ও কোহলিকে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তারপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চলতি টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্কাই-ই। তবে ওয়ান ডে দলে তাঁকে অধিনায়ক রাখা হয়নি। এমনকী, সদ্যসমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপে খেললেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রাখা হয়নি সূর্যকে। ভারতের ওয়ান ডে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে কে এল রাহুলকে।
টেস্টে অবশ্য রোহিতকেই দেওয়া হয়েছে দায়িত্ব। দুই ম্যাচের টেস্ট সিরিজের ভারতীয় দলে অধিনায়ক হিসাবেই ফিরবেন রোহিত। টেস্ট দলে রাখা হয়েছে কোহলিকেও।
নির্বাচিত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার, মহম্মদ শামি*, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক) ও প্রসিদ্ধ কৃষ্ণ।
*ফিট হলে খেলবেন শামি।
টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।
ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই