নৈহাটি: কলকাতা লিগের (CFL 2023) বড় ম্যাচ ঘিরে ফের ধুন্ধুমার। তবে এবার মাঠে দুই দলের ফুটবলারদের মধ্যে কোনও হাতাহাতি হয়নি। ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) ফুটবলারদের সংঘর্ষের মতো কোনও পরিস্থিতিও তৈরি হয়নি। কারণ, নৈহাটিতে কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতেই নামলেন না মোহনবাগানের ফুটবলাররা!


বৃহস্পতিবার মাঠে নামলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। মাঠেই দাঁড়িয়ে থাকলেন রেফারি এবং লাইন্সম্যানেরাও। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও নৈহাটি স্টেডিয়ামে এল না মোহনবাগান সুপার জায়ান্ট। নিয়ম অনুযায়ী, কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনে তিন পয়েন্ট পেয়ে যাবে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে মোহনবাগানের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সেদিকে তাকিয়ে রয়েছে ফুটবল মহল।


কলকাতা লিগ দু'মাস আগেই জিতে নিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। তারপর যা যা ম্যাচ হচ্ছে, তা পুরোপুরি নিয়মরক্ষার। কিন্তু ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি না হওয়ায় আনুষ্ঠানিকভাবে কলকাতা লিগ শেষ করতে পারছিল না আইএফএ। সেই পরিস্থিতিতে ৩০ নভেম্বর কলকাতা লিগের ডার্বি হবে বলে জানিয়ে দেয় বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। মোহনবাগান সেই ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানালেও কর্ণপাত করা হয়নি। আইএফএ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, ৩০ নভেম্বর দুপুর দুটোয় শুরু হবে কলকাতা ডার্বি। নৈহাটি স্টেডিয়ামে সেই ম্যাচ দেওয়া হয়। আর পাঁচটা ম্যাচের মতো নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দেয় ইস্টবেঙ্গল। তবে মোহনবাগান সেই ম্যাচ খেলতে যায়নি।                                        


 






এখন যা পরিস্থিতি, তাতে বৃহস্পতিবারের পর ১৬ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াবে ৩৯। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে দ্বিতীয় স্থানে আছে লাল-হলুদ বাহিনি। আর ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে একেবারে শেষে রয়েছে মোহনবাগান। সেই সঙ্গে মোহনবাগানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করে কোনও পয়েন্ট কেটে নেওয়া হয় কি না, দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বারুদের বিষগন্ধেও বিশ্বজয়ের বীজ! আফগানিস্তানের স্বপ্ন দেখা শুরু হয় এক ভারতীয়র হাত ধরেই