মুম্বই : নজরে চব্বিশ। টি ২০ বিশ্বকাপ। গত টি ২০ ওয়ার্ল্ড কাপের ব্যর্থতা আপাতত অতীত। এবার সামনে তাকানোর পালা। চব্বিশের বিশের বিশ্বকাপের জন্য ঘুঁটি সাজানো শুরু করার পালা নতুন টিং ইন্ডিয়ার। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্মাটে যেখানে দায়িত্বে নতুন নেতা। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ভারতীয় টি ২০ দলের অধিনায়ক হিসেবে পাকাপাকিভাবে হার্দিকের পথচলা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টি ২০ ম্যাচের সিরিজ খেলতে নামছে ভারত। নতুন অভিযানে নামার পথে অবশ্য বিগ থ্রি-কে আপাতত পাচ্ছে না ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলে নেই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল।


নেতা হার্দিক


টি ২০ তে হার্দিক পাণ্ড্য যে নেতা হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে তৈরি, সে ঝলক ইতিমধ্যেই পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত টি২০ সিরিজে ভারত জিতেছে হার্দিকের নেতৃত্বে। পাশাপাশি আগামীর পথচলার জন্য নেতা হিসেবে যে অলরাউন্ডার পাণ্ড্য-র ওপর আস্থা রাখা যায়, সেটা বোঝা গিয়েছিল গতবারের আইপিএলেই। প্রথমবার আইপিএল খেলতে নামা গুজরাট টাইটন্স (Gujrat Titans) ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জিতেছিল হার্দিক পাণ্ড্য-র নেতৃত্বেই। 


নতুন দলকে সাফল্যর রাস্তা দেখাতে যে মুন্সিয়ানার প্রয়োজন হয় অধিনায়কের, সেটা যে তাঁর মধ্যে হাজির সেটা বুঝিয়েছেন হার্দিক। তাই চব্বিশের টি ২০ বিশ্বকাপের পথচলাতেও দরকার নতুন করে তৈরি হওয়ার। গত বেশ কয়েকমাস টি ২০ ক্রিকেটে সাফল্যের সেই ধারা নেই টিম ইন্ডিয়ার দখলে। তাই ঘরের মাঠে শ্রীলঙ্কা সফরে হার্দিক পাণ্ড্য-র নেতৃত্বে ভারতীয় দল কেমন পারফর্ম করে, সেদিকেই নজর থাকবে সকলের।


পন্থের বদলে ইশান


এমনিতেই কিছুদিন আগে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ঋষভ পন্থ (Rishav Pant)। এখনও হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। কবে নাগাদ ভারতের এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটার মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কোনও তথ্য তাই নেই। যদিও শ্রীলঙ্কা সফরের দলে এমনিতেও ছিলেন না পন্থ। এই সিরিজে টিম ইন্ডিয়া উইকেটকিপার-ব্যাটারের ভূমিকায় আস্থা রাখছে ইশান কিষাণের ওপর। ওপেনিংয়ে ইশানের জুটি হতে পারেন রুতুরাজ গায়কোয়াড় বা শুবমন গিল। তিন নম্বরে নামবেন এই মুহূর্তে টি ২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। 


দলে থাকতে পারেন কারা


হার্দিক সম্ভবত ছয় বোলিং অপশন নিয়ে মাঠে নামতে চাইবেন, সেক্ষেত্রে ভারতীয় দলে দেখা যেতে পারে দীপক হুডাকে। মিডল অর্ডারে জায়গা পেতে পারেন সঞ্জু স্যামসন বা রাহুল ত্রিপাঠী। শিবম মাভি ও মুকেশ কুমার দলে থাকলেও বোলিং বিভাগের দায়িত্ব থাকতে পারে অর্শদীপ সিংহ, উমরান মালিক ও হর্ষল প্যাটেলের ওপর। বোলিং অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল খেলতে পারেন। স্পেশালিস্ট স্পিনার হিসেবে যুযবেন্দ্র চাহালের খেলার সম্ভাবনাই বেশি। 


আরও পড়ুন- সংক্রমণের আশঙ্কা, আইসিইউ থেকে প্রাইভেট কেবিনে স্থানান্তরিত করা হচ্ছে পন্থকে