নয়াদিল্লি: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে অধিনায়ক আজিঙ্কা রাহানে। বিরাট কোহলি আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি ২০ ম্যাচে দলে ফিরবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ভারতীয় দলের অধিনায়ক সারের হয়ে কাউন্টিতে খেলবেন। সেজন্য তিনি আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে খেলবেন না। আয়ারল্যান্ড সিরিজে দলে যোগ দেবেন তিনি।
কোহলি ছাড়াও রোহিত শর্মা, ভূবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে নেই। রঞ্জিতে ভালো পারফর্ম করে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির মালিক করুণ নায়ার টেস্ট দলে ফিরেছেন। কোহলির জায়গায় তাঁকে দলে নেওয়া হয়েছে।
লোকেশ রাহুলও দলে ডাক পেয়েছেন। সেই সঙ্গে পেসার শার্দূল ঠাকুরও প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন। অম্বাতি রায়ডুর দু বছর পর একদিনের দলে ফিরেছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দল- আজিঙ্কা রাহানে (অধিনায়ক), শিখর ধবন, মুরলী বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, উমেশ যাদব, মহম্মদ সামি, হার্দিক পান্ড্য, ইশান্ত শর্মা, শার্দূল ঠাকুর।




আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় দল-
কোহলি (অধিনায়ক), শিখর ধবন, রোহিত শর্মা, কে এল রাহুল, সুরেশ রায়না, মণীষ পান্ডে, মহেন্দ্র সিংহ ধোনি, দীনেশ কার্তিক, যজুবেন্দ্র চাহল, কুলদীপ, ওয়াশিংটন সুন্দর, ভূবনেশ্বর কুমার, বুমরাহ, সিদ্ধার্থ কউল ও উমেশ যাদব।






ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজে ভারতীয় দল-
কোহলি (অধিনায়ক), শিখর, রোহিত, কে এল রাহুল, শ্রেয়স আয়ার, অম্বাতি রায়ডু, ধোনি, কার্তিক, চাহল, কুলদীপ, ওয়াশিংটন সুন্দর, ভূবনেশ্বর, বুমরা, হার্দিক, সিদ্ধার্থ কউল, উমেশ।