অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলকে অভিনন্দন, কোচ দ্রাবিড়ের প্রশংসায় প্রাক্তনরা
মনজোত কালরার দুরন্ত শতরান ও বোলারদের দাপটে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপেপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। চতুর্থবার বিশ্বকাপ জিতল ভারতের যুব দল। এর আগে মহম্মদ কাইফ, বিরাট কোহলি ও উন্মুক্ত চাঁদের নেতৃত্বে ভারত অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ জিতেছে। জয়ের জন্য ২১৭ রান তাড়া করতে নেমে ৩৮.৩ ওভারে দুই উইকেট হারিয়ে ভারত লক্ষ্যে পৌঁছে যায়। পৃথ্বী শ-দের এই জয়ে সারা দেশে উত্সবের আমেজ নেমে এসেছে। উত্সবের সঙ্গে সঙ্গে অনূর্দ্ধ ১৯ ভারতীয় দলকে অভিনন্দন জানাচ্ছেন সবাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলেছেন, দাপটের সঙ্গে অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ের জন্য যোগ্য দলকে অভিনন্দন। দলের প্রত্যেকেই পুরো টুর্নামেন্টেই দারুন খেলেছে। এটা প্রকৃতই এক স্মরণীয় জয়। এখন তো আনন্দের সময়।
প্রাক্তন কিংবদন্তী স্পিন বোলার তথা প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের ট্যুইট- অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ী তরুণদের অভিনন্দন। অলরাউন্ড ও দুরন্ত পারফরম্যান্সের জয়।
ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ তাঁর ট্যুইট বার্তায় বলেছেন, সমস্ত ভারতীয় খুশিতে মেতে উঠেছেন। ওই ছেলেগুলোর জন্য নিজেকে উজাড় করে দেওয়া রাহুল দ্রাবিড়কে অভিনন্দন। তাঁর মতো মহান ক্রিকেটারের এই বিশ্বকাপ ট্রফি জয়টা খুবই স্বাভাবিক।
প্রাক্তন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ভিডিও পোস্ট করে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন। ‘সঙ্ঘবদ্ধ ক্রিকেট খেলেই স্বপ্ন সফল। বিশ্বজয়ীদের আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের জন্য আমরা গর্বিত। ওদের সঠিক পথ দেখানোর জন্য অভিনন্দন রাহুল ও পারশকেও’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -