লখনউ: অনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন তিনি। বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসাবে দশ হাজারের মাইলফলক স্পর্শ করলেন মিতালি।


টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন মিতালি। বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি টপকে যান ভারতের ওয়ান ডে ক্যাপ্টেন। মিতালি ছাড়া এই কৃতিত্ব রয়েছে শুধুমাত্র ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের। তিনি তিন ফর্ম্যাট মিলিয়ে ৩০৯টি আন্তর্জাতিক ম্যাচে ১০২৭৩ রান সংগ্রহ করেছেন। টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করার নিরিখে তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের সুজি বেটস। তিনি ২২৭টি ম্যাচে ৭৮৪৯ রান করেছেন।


শুক্রবার লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ৩৬ রান করার সঙ্গে সঙ্গেই দশ হাজারি মাইলফলক ছুঁয়ে ফেলেন মিতালি। ১০টি টেস্টে ৬৬৩ রান সংগ্রহ করেছেন তিনি। ২১২টি ওয়ান ডে ম্যাচে তাঁর ঝুলিতে ৬৯৭৪ রান। পাশাপাশি ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ২৩৬৪ রান। সব মিলিয়ে ৩১১টি আন্তর্জাতিক ম্যাচে মিতালি করেছেন ১০০০১ রান।


একের পর এক রেকর্ড, সেঞ্চুরি করেই চলেছেন পৃথ্বী


দশ হাজারে পৌঁছতে মিতালির প্রয়োজন ছিল ৩৫ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ৩৬ রান করেন মিতালি। ১৯৯৯ সালে লখনউয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মিতালির। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই থেকে ভারতের জাতীয় দলের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। টানা ২২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে চলেছেন মিতালি।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার কথায় মিতালিকে নিয়ে সম্ভ্রম ঝরে পড়েছিল। মান্ধানা বলেছিলেন, বিশ্বে প্রথম হোক বা দ্বিতীয়, আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করা এক অনন্য কীর্তি।


আর সেই কীর্তি গড়ে মহিলা ক্রিকেটের ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিলেন মিতালি।