আন্তালিয়া: জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি গোপীচাঁদ, পরণীত কৌরের ইতিহাস  তৈরির পালা অব্যাহত। তিরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup) নাগাড়ে তৃতীয় সোনা এল ভারতের ঘরে। ফের একবার দেশের নাম উজ্জ্বল করল ভারতের মহিলা তিরন্দাজি দল (Indian Women's Compound Archery Team)। কমপাউন্ড তিরন্দাজিতে বিশ্বের এক নম্বর মহিলা দল হিসাবে নিজেদের জায়গাও আরও পোক্ত করে নিলেন অদিতিরা।


শাংহাইতে বিশ্বকাপের প্রথম পর্ব, দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় পর্বের পর, তুরস্কে তৃতীয় পর্বেও সোনা জিতলেন অদিতিরা। এস্টোনিয়ার ত্রয়ী লিসেল জাত্তমা, মেরি-মারিত পাস এবং মারিস টেটসম্যানকে পরাস্ত করল ভারতীয় দল। ম্যাচের স্কোর ভারতীয়দের পক্ষে ২৩২-২২৯। ভারতীয় মহিলা কমপাউন্ড দলের এই অনবদ্য সাফল্যের জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের শুভেচ্ছাও জানানো হয়। 


 






জ্যোতি, অদিতিরা সেমিফাইনালে আয়োজক তুরস্কের দলকে ২৩৪-২২৭ স্কোরলাইনে পরাজিত করেন। তারপর ফাইনালেও তাঁদের স্বপ্নের ফর্ম অব্যাহত রইল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: তিনিই কি ভারতীয় পুরুষ দলের পরবর্তী কোচ হতে চলেছেন? জল্পনার জবাবে কী বললেন গম্ভীর?