নয়াদিল্লি: নিজেদের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছল ভারতীয় মহিলা হকি দল (Indian Womens Hockey Team)। বিশ্ব ক্রমতালিকায় ৬ নম্বরে উঠে এসেছে দলটি। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy) ও হাংঝৌতে আয়োজিত এশিয়ান গেমসে (Asian Games) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ক্রমতালিকায় ২ ধাপ এগিয়ে এল ভারতের মহিলা দল (Indian Womens Hockey Team)। এই ২ টুর্নামেন্টের আগে মহিলাদের হকির বিশ্ব ক্রমতালিকায় আট নম্বরে ছিল ভারতীয় দল (Indian Hockey Team)।


এই মুহূর্তে ভারতীয় মহিলা হকি দল ক্রমতালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ২৬৮.৮৩ রেটিং পয়েন্ট নিয়ে। ইংল্যান্ডকে টপকে গেল ভারতীয় মহিলা হকি দল। ৩৪২২.৪০ রেটিং পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় শীর্ষেই রয়েছে নেদারল্যান্ডস। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ঝুলিতে রয়েছে ২৮১৭.৭৩ রেটিং পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্তিনা। তাদের ঝুলিতে রয়েছে ২৭৬৬.৯০ রেটিং পয়েন্ট। চতুর্থ স্থানে বেলজিয়াম। তাদের ঝুলিতে ২৬০৮ রেটিং পয়েন্ট। জার্মানি পঞ্চম স্থানে রয়েছে ২৫৭৩ রেটিং পয়েন্ট নিয়ে।


সম্প্রতি ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যাণ্ডেলে পোস্ট করে মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ঝাড়খণ্ড মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩-এর শিরোপা জেতার জন্যই ভারতীয় মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন পট্টনায়েক।


পট্টনায়েক সোশ্যাল মিডিয়া এক্স হ্যাণ্ডেলে লেখেন, ''রাঁচিতে জাপানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩ জেতার জন্য ভারতীয় মহিলা হকি দলকে অভিনন্দন। ভারতীয় মহিলা হকি দল আগামী দিনে তাদের জয়ের ধারা অব্যাহত রাখুক এবং দেশের জন্য গৌরব বয়ে আনুক। আসন্ন প্রতিযোগিতার জন্য ভারতীয় মহিলা হকি দলকে শুভেচ্ছা।''


শাকিবের বিশ্বকাপ শেষ


শ্রীলঙ্কা ম্য়াচের পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। অ্যাঞ্জেলো ম্য়াথিউজকে টাইমড আউট দেওয়া বিতর্কে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশ অধিনায়ককে নিয়ে। এর মধ্যেই আঙুলের চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাকিব (Shakib Al Hasan)। তাঁর বাম তর্জনীতে আঘাত লেগেছে। তাই টুর্নামেন্টে বাংলাদেশের শেষ ম্যাচে খেলতে পারবেন না শাকিব। শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকাল ব্যাটিং করার সময়ই চোট পান শাকিব। গতকাল অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিরুদ্ধে টাইমড আউটের অ্যাপিল করে বিতর্কের কেন্দ্রে পৌঁছেছিলেন শাকিব। অনেকেই তাঁর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। এবার সেই ম্যাচের একদিন পরেই চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন শাকিব।