মাসকট: হকি ফাইভ এস বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা হকি দল। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা হকি দল। আগামী শুক্রবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ম্য়াচের প্রথম গোলটি অবশ্য এসেছিল কিউয়ি দলের তরফে। ২ মিনিটের মধ্যে এগিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ১৫ সেকেণ্ডের মধ্যেই ভারতের হয়ে গোলশোধ করেন দীপিকা।


এরপর ধারাবাহিক ভাবে গোল করতে থাকে ভারতীয় দল। ৯ মিনিটের মাথায় গোল করেন রুতুজা। ১০ ও ১১ মিনিটের মাথায় মুমতাজ গোল করেন। এরপর ১৩ ও ১৪ মিনিটের মাথায় মারিয়ানা কজুর গোল করেন। খেলার হাফ টাইমে ৬-১ গোলে এগিয়ে গিয়েছিল ভারত। এরপর ২২ মিনিটে রুতুজা ফের গোল করেন। ২৫ মিনিটের মাথায় দীপিকা সোরেং গোল করেন। রুতুজা ২৬ ও ২৮ মিনিটে ফের গোল করেন। ভারতীয় দলের ফরোয়ার্ডরা বারবার প্রতিবক্সের বক্সে হানা দিচ্ছিলেন। অন্যদিকে বারবার আক্রমণের চেষ্টা করেও আর গোলমুখ খুলতে পারেনি নিউজিল্য়ান্ডের ফরোয়ার্ডারা। ভারতীয় দলও আর গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ১১-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে হকি ফাইভ এস বিশ্বকাপের সেমিতে চলে গেল ভারতীয় মহিলা হকি দল।


উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছিলেন ভারতীয় মহিলা হকি দল (Indian Womens Hockey Team)। স্বপ্নের দৌড় ছিল তা। কিন্তু শুক্রবার ততটাই হতাশায় ডুব দিলেন ইশিকা, দীপিকারা। জাপানের বিরুদ্ধে ১-০ গোলে হেরে প্যারিস অলিম্পিক্স খেলার স্বপ্নভঙ্গ হয়ে গেল ভারতীয় মহিলা হকি দলের। এফআইএইচ কোয়ালিফায়ারে এদিনের ম্যাচটি তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ। এদিন ম্যাচ জিতলে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করত মহিলা হকি দল। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি তাঁরা। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ভারতের তারকা ফরোয়ার্ড সেলিমা।


এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই জাপান এগিয়ে গিয়েছিল। খেলার ৬ মিনিটের মাথায় জাপানের হয়ে গোল করেন কানা উঢ়াতা। প্রথম কোয়ার্টারে আরও দুটো গোল হজম করতে হত ভারতকে। কিন্তু সবিতা পুনিয়া দুর্দান্ত সেভ করেন। এরপরেও সেলিমা তেতে দারুণ ব্লক করেন একটি। এরপরের দুটো কোয়ার্টারেও কোনও গোল করতে পারেনি ভারত। আট নম্বর পেনাল্টি কর্নার থেকে সহজ সুযোগ মিস করেন ভারতের ফরোয়ার্ড।