মিতালিদের জয় ২০১১-র চেয়ে বেশি কৃতিত্বের হবে, মত গম্ভীরের
Web Desk, ABP Ananda | 22 Jul 2017 09:39 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: আগামীকাল মহিলাদের বিশ্বকাপের ফাইনালে ভারত যদি জয় পায়, তাহলে সেটা ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির দলের বিশ্বজয়ের চেয়েও বেশি কৃতিত্বের হবে। এমনই মন্তব্য করলেন ভারতের দ্বিতীয় একদিনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর। তিনি বলেছেন, ‘ভারতের মহিলা দল বিশ্বকাপ ফাইনালে ওঠায় দেশের অনেক মেয়েই অনুপ্রাণিত হয়েছে। ইতিহাস গড়া থেকে এক ম্যাচ দূরে ভারতের মহিলা দল। আমি বিশ্বাস করি, ভারত যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে ২০১১ সালে পুরুষ দলের বিশ্বকাপ জেতার চেয়েও বড় জয় হবে। কারণ, আমরা ঘরের মাঠে ফেভারিট ছিলাম। কিন্তু ভারতের মহিলা দল ফেভারিট ছিল না।’ ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন গম্ভীর। তাঁর এই ইনিংস ভারতকে জিততে সাহায্য করেছিল। আগামীকাল মিতালি রাজ, স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউরদেরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে। তবেই ১৯৮৩ সালের পর ফের লর্ডসে বিশ্বকাপ জিতবে ভারত।