নর্দাম্পটন: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। কিন্ত এরই মাঝে ভারতীয় মহিলা ক্রিকেটার হরলীন দেওয়লের দুর্দান্ত ক্যাচ নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে গিয়েছে হরলীনের এই ক্যাচের ক্লিপিংস।
Beaut @imharleenDeol #ENGvIND pic.twitter.com/ka2kRJgkNC
নর্দাম্পটনে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ডিএল এস মেথডে সেই ম্যাচে ১৮ রানে হারতে হয় ভারতীয় দলকে। তবে ভারতের হারের থেকেও বেশি আলোচ্য বিষয় হয়ে ওঠে হরলীনের অবিশ্বাস্য ক্যাচ। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় লং অফে ফিল্ডিং করছিলেন একটা সময় হরনীল। সেই সময় বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে বসেন ইংল্যান্ডের অ্যামি অ্যালি জোন্স। বাউন্ডারি লাইনে সেই ক্যাচ ধরেছিলেন হরলীন। কিন্তু বুঝতে পারেন যে নিজের শরীরের ভারসাম্য রাখতে পারবেন না। ঠিক তখনই সেই বলটি উপরের দিকে ছুঁড়ে মারেন। এরপর বাউন্ডারির ওপারে গিয়ে ফের জাম্প ফেরে ভেতরে ঢুকে নিঁখুতভাবে ক্যাচটি ধরেন।
ক্যাচ ধরার পরেই পাম্প আপ করেন হরলীন। নিজেও অবাক হয়ে গিয়েছিলেন এত সুন্দর একটি ক্যাচ ধরার পর। দলের সতীর্থরা সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন তাঁকে অভিবাদন জানানোর জন্য। সবাই জড়িেয় ধরেন হরলীনকে। ২৩ বছরের ভারতীয় ক্রিকেটারের ফিল্ডিংয়ে এমন দুর্দান্ত এফর্ট দেখে হাততালি দিতে দেখা যায় ইংল্যান্ডের ওপেনার ও অভিজ্ঞ ক্রিকেটার ড্যানিলেন ওয়াটকেও।
ম্যাচে যদিও ভারত জিততে পারনি এদিন। প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৭৭ রান তুলে নেয়। এরপর বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ৭৩ রান। তবে ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। স্মৃতি মন্ধানা ১৭ বলে ২৯ রান করেন। ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাট হাতে ২৪ বলে ১৭ রান করেন হরলীন।