রাজগির: মহিলা হকিতে ভারতের বিজয়রথ অব্যাহত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) থাইল্যান্ডের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল তাঁরা। রাজগির স্পোর্টস কমপ্লেক্সে থাইল্যান্ডকে ১৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ভারতের মেয়েরা। একাই পাঁচ গোল করলেন দীপিকা। ২০ বছরের এই হকি তারকা প্রথম দুটো ম্য়াচে পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারছিলেন না। কিন্তু থাইল্যান্ডের বিরুদ্ধে নিজের পাঁচ গোলের দুটো গোলই করলেন পেনাল্টি কর্নার থেকে। চিনের বিরুদ্ধেও বড় ব্যবধানে হেরেছিল থাইল্যান্ড। এবার ভারতের বিরুদ্ধেও লজ্জার হার হারল তারা।
ম্য়াচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। বারবার প্রতিপক্ষের ডি বক্সে হানা দিচ্ছিলেন তিনি। খেলার ৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন দীপিকা। প্রীতি দুবে ৯ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এরপর ১২ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন লালরেমসিয়ামি। প্রথম কোয়ার্টারে আর কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ১৯ মিনিটে ফের দীপিকা গোল করেন। ৪০ মিনিটের মাথায় প্রীতি আরও একটি গোল করেন। এরপর ৪৩ ও ৪৫ মিনিটের মধ্যে তিনটি গোল আরও করেন দীপিকা। ম্য়াচে মনিশা চৌহান খাতা খোলেন ৫৫ মিনিটের মাথায়। জাতীয় দলের জার্সিতে প্রথম গোলটি করেন তিনি। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও করেন। ৫৬ মিনিটের মাথায় আরও একটি গোল করেন লালরেমসিয়ামি। বিউটি ডুং ও নভনীত কৌর দুটো গোল করেন।
নিজেদের আগের ম্য়াচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় মহিলা হকি দল। রাজগির স্পোর্টস কমপ্লেক্স হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল করে ভারতকে লিড এনে দিয়েছিলেন সঙ্গীতা কুমারি। ৩ মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। এরপর ভারতের হয়ে আরও দুটো গোল করেন দীপিকা। তিনি ২০ মিনিট ও ৫৭ মিনিটের মাথায় গোল করেন। কোরিয়ার হয়ে লি ইউরি ৩৪ মিনিটের মাথায় ও ক্যাপ্টেন চেয়ন ইউনবি ৩৮ মিনিটের মাথায় গোল করেন। দুজনেই তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। যদিও ম্য়াচে ড্র করতে বা জয় ছিনিয়ে নিতে পারেনি কোরিয়া। এদিন খেলার শুরুতেই আক্রমণাত্মক মেজাজে বারবার প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েছিলেন ভারতীয় হকি দলের ফরোয়ার্ডরা। প্রথম গোলের ক্ষেত্রে নেহা মিডফিল্ড থেকে নভনীত কৌরকে বল পাস দেন। সেখান থেকে সঙ্গীতাকে বল বাড়িয়ে দেন নভনীত। কোরিয়ান গোলরক্ষক কিম ইউনজিকে ভেদ করে বল জালে জড়াতে কোনও ভুল করেননি সঙ্গীতা। এরপর থেকেই আরও বেশি করে চাপ তৈরি করতে থাকে ভারতীয় মহিলা হকি দল প্রতিপক্ষের ওপর। খেলার ২০ মিনিটের মাথায় বিউটি ডুং ডুংয়ের পাস থেকে বল নিয়ে গোল করেন দীপিকা। তাঁর নিজের দ্বিতীয় গোলটি দীপিকা পেনাল্টি কর্নার থেকে করেন। যদিও ভারত এদিন মোট ৮টি কর্নার পেলেও মাত্র একটি গোল কর্নার থেকে করতে পেরেছে।