নয়াদিল্লি: ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের। তাঁর দাবি, তিনি যে ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে খেলেছেন, তাঁরা দলের কথা না ভেবে নিজেদের জন্যই খেলতেন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররা দলের জন্যই খেলতেন।


ইউটিউব চ্যানেলে প্রাক্তন সতীর্থ রামিজ রাজার সঙ্গে কথোপকথনের সময় ইনজামাম বলেছেন, ‘আমরা যখন ভারতের বিরুদ্ধে খেলতাম, ওদের ব্যাটিং বিভাগ কাগজে-কলমে আমাদের চেয়ে শক্তিশালী ছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যদি ৩০-৪০ রানও করত, সেটা দলের কাজে লাগত। অন্যদিকে, ভারতের ব্যাটসম্যানরা ১০০ রান করলেও, সেটা নিজের জন্যই করত। সেটাই দু’দলের মধ্যে পার্থক্য ছিল।’

ইনজামাম আরও বলেছেন, ‘ইমরান ভাই (খান) খুব টেকনিক্যাল অধিনায়ক ছিলেন না, কিন্তু তিনি সতীর্থদের কাছ থেকে সেরাটা আদায় করে নিতে জানতেন। তিনি তরুণ খেলোয়াড়দের পাশে থাকতেন, তাঁদের প্রতি আস্থা রাখতেন। সেই কারণেই তিনি মহান অধিনায়ক ছিলেন। কোনও খেলোয়াড় একটি সিরিজে ব্যর্থ হলেই তিনি বাদ দিতেন না। তিনি সবাইকে সুযোগ দিতেন। সেই কারণেই সবাই তাঁকে শ্রদ্ধা করে।’