পাক ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেছেন, ‘গত ৬ বছর ধরে কোনও দল পাকিস্তান সফরে না আসায় আইসিসি-কে ক্ষতিপূরণ তহবিল তৈরি করার অনুরোধের খবর সম্পূর্ণ ভুল। আসল ঘটনা হল, ২০০৭ সালের পর থেকে ভারত দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় পিসিবি-র ১০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। টেস্টখেলিয়ে দেশগুলির মধ্যে একমাত্র পাকিস্তানের সঙ্গেই খেলছে না ভারত। সেই কারণেই আইসিসি-র কাছ থেকে ক্ষতিপূরণ চাইছে পিসিবি।’
২০০৭ সালের পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও, আইসিসি প্রতিযোগিতায় বেশ কয়েকবার খেলেছে ভারতীয় দল। সেই ম্যাচ থেকে বিপুল অর্থ পেয়েছে আইসিসি। ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে ভারত-পাকিস্তানের ৬টি সিরিজের চুক্তি করেছিল বিসিসিআই। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে খেলছে না ভারত। সেই কারণেই ক্ষতিপূরণ চাইছে পিসিবি।