নয়াদিল্লি: পুরো টুর্নামেন্টে দাপটে খেলে এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আগামী বছরের বিশ্বকাপে এই ভারতকেই এশিয়ার সবচেয়ে বড় আশা বলে মনে করেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তী বোলার ওয়াসিম আক্রম। একইসঙ্গে তিনি বলেছেন, ভারতে ক্রিকেটের ভালো পরিবেশ রয়েছে। এর সুবিধা পায় ভারতীয় দল।
আক্রম বলেছেন, আগামী বছরের বিশ্বকাপে এশিয়ার সবচেয়ে সেরা বাজি ভারতই। দুরন্ত বোলিং লাইনআপ ও ব্যাটিংয়ের জন্যই ভারত এক্ষেত্রে এগিয়ে বলে মন্তব্য করেছেন আক্রম।
সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে আক্রম বলেছেন, এশিয়ার অন্য দলগুলির থেকে ভারত অনেক এগিয়ে। মেন ইন ব্লু এ কথা প্রমাণ করে দিয়েছে।
এবারের এশিয়া কাপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতি সত্ত্বেও ভারতের পারফরম্যান্সে কোনও প্রভাবই পড়েনি।
কিন্তু টুর্নামেন্টে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পারফরম্যান্স খুবই হতাশাজনক। ভারতের কাছে দুটি ম্যাচে হেরেছে সরফরাজ আহমেদের দল। তারওপর বাংলাদেশের কাছে হেরে সুপার ফোর পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। দলের এই হারের পর পাকিস্তানে জোর সমালোচনা শুরু হয়েছে। ভারত ও পাকিস্তানের খেলার তুলনা করে আক্রম বলেছেন, ভারত দেশে খুব ভাবো খেলার পরিবেশ পায়। পুরো প্রক্রিয়ায় আর্থিক লগ্নি করা হয়, যেমন এক্ষেত্রে আইপিএলের কথা বলা যেতে পারে। আর্থিক লাভের সুযোগ ভারতের কাছে বেশি।
একইসঙ্গে বিশ্বকাপের আগেই এশিয়া কাপের ধাক্কা কাটিয়ে পাকিস্তান দল ঘুরে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেছেন আক্রম। তিনি বলেছেন, বিশ্বকাপের ৮ মাস বাকি। এখন থেকে অনুমান করা মুশকিল। তবে আমার সম্পূর্ণ বিশ্বাস, পাকিস্তান ঘুরে দাঁড়াবে। তবে বোলিং ও ব্যাটিং-উভয় বিভাগেই অনেক বেশি গুরুত্ব দিতে হবে।