করাচি: মহিলাদের এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে ভারত। পিসিবি সূত্রে এমনই জানা গিয়েছে। ২৫ তারিখ থেকে তাইল্যান্ডে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। সেখানে ভারত-পাক ম্যাচ হবে কি না, সে বিষয়ে অনিশ্চিয়তা ছিল। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা থাকায় আইসিসি প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে দু দলের ম্যাচ না দেওয়ার অনুরোধ জানাবেন। কিন্তু এখন বিসিসিআই পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হয়েছে।


আরও পড়ুন, কোহলি, পূজারার শতরানে দারুণ শুরু ভারতের

পিসিবি-র এক কর্তা বলেছেন, ‘কেপটাউনে আইসিসি-র বৈঠকে আমরা ভারতের বিরুদ্ধে খেলার বিষয়টি নিয়ে সরব হয়েছিলাম। নজম শেঠি বিসিসিআই সভাপতির মন্তব্য সম্বলিত পেপার কাটিং ও ভিডিও ক্লিপ দেখিয়ে বলেন, তিনি রাজনৈতিক মন্তব্য করছেন। পাকিস্তান সবসময় রাজনীতি ও খেলাকে আলাদা রাখতে চেয়েছে। কিন্তু ভারত সেটা করেনি। ভারতকে স্পষ্ট করে জানাতে হবে, আইসিসি টুর্নামেন্টে তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কি না। এরপর ভারতের পক্ষ থেকে বলা হয়, আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ক্ষেত্রে সমস্যা আছে। তবে আইসিসি প্রতিযোগিতায় আমাদের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই।’

মহিলাদের এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ নিয়ে বিসিসিআই-এর আপত্তি না থাকায় আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দু দলের দ্বৈরথ দেখা যাবে বলে মনে করছে ক্রিকেট মহল।