জাকার্তা: প্রথম রাউন্ডে ২ জনেই জয় পেয়েছিলেন। শেষ ষোলোয় পরস্পর মুখোমুখি হয়েছিলেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen) ও কিদাম্বী শ্রীকান্ত (Kidambi Srikant)। একজনের বিদায় যে নিশ্চিত তা আগেই ঠিক ছিল। সেই মতোই শেষ ষোলােয় শ্রীকান্ত লক্ষ্যকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন। খেলার ফল শ্রীকান্তের পক্ষে ২১-১৭, ২২-২০। লক্ষ্যর বিরুদ্ধে ৪৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন শ্রীকান্ত। এই নিয়ে লক্ষ্যর বিরুদ্ধে তিনবারের সাক্ষাতে প্রত্যেকবারই জয় ছিনিয়ে নিল শ্রীকান্ত। অন্য়দিকে ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু।


মহিলাদের ব্যাডমিন্টনে বিশ্বের ১৪ নম্বর পিভি সিন্ধু ছিলেন হট ফেভারিট এবারের টুর্নামেন্টে। বিশ্বের তিন নম্বর তাই জু ইংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সিন্ধু। লড়াইয়ের শেষে ২১-১৮, ২১-১৬ ব্যবধানে জয় ছিনিয়ে নেন চাইনিস তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী। তাই জু এবারের টুর্নামেন্টে তৃতীয় বাছাই। সিন্ধুর বিরুদ্ধে মুখোমুখি মহারণে নিজে আরও একধাপ এগিয়ে গেলেন। ২৩ বারের সাক্ষাতে ১৯ বার জয় ছিনিয়ে নিয়েছেন তাই জু। ৫ বার জিতেছেন সিন্ধু। কিছুদিন আগেই সুধিরমান কাপে মুখোমুখি হয়েছিলেন ২ জনে। সেখানেও তাই জু সিন্ধুকে হারিয়ে দিয়েছিলেন। খেলার ফল ছিল জু-য়ের পক্ষে ২১-১৪, ১৮-২১, ২১-১৭। 


এর আগে মালয়েশিয়ার লি জি জিয়াকে হারিয়ে দেন লক্ষ্য প্রথম রাউন্ডে। খেলার ফল লক্ষ্যর পক্ষে ২১-১৭, ২১-১৩। বিশ্বের ২০ নম্বরে থাকা লক্ষ্যের প্রতিদ্বন্দ্বী তার থেকে ক্রমতালিকায় ৯ ধাপ এগিয়ে রয়েছেন। মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী যদিও এদিন লক্ষ্যর বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। মোট ৩২ মিনিটেই খেলা শেষ হয়ে যায়। প্রথম গেমে জিয়া কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে জিয়াকে দাঁড়াতেই দেননি ভারতের ব্যাডমিন্টন তারকা।


শ্রীকান্তও স্ট্রেট গেমে জেতেন। তিনি হারান চিনের গুয়াং জু লু-কে। প্রথম গেমে চিনের প্রতিদ্ব্দ্বীর বিরুদ্ধে ২১-১৩ ব্যবধানে জয় পান ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে কিছুটা বেগ দিয়েছিলেন গুয়াং। তবে শেষ হাসি হাসেন শ্রীকান্ত।


অলিম্পিক্স পদকজয়ী সিন্ধুও হারিয়ে দিয়েছিলেন সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী গ্রেগরিয়া মারিস্কাকে হারিয়ে দেন। সিন্ধু স্ট্রেট গেমে হারিয়ে দেন মারিস্কাকে। সিঙ্গাপুরের এই প্রতিদ্বন্দ্বী এর আগে মালয়েশিয়া মাস্টার্সের সেমিতে হারিয়ে দিয়েছিলেন সিন্ধুকে। এমনকী মাদ্রিদ স্পেন মাস্টার্সেও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শাটলারকে হারিয়ে দিয়েছিলেন। এমনকী ফাইনালেও খেতাব জিতে নিয়েছিলেন। এবার সেই হারের মধুর প্রতিশোধ তুলেছিলেনন সিন্ধু। কিন্তু তাই জু-র বিরুদ্ধে হেরে ইন্দোনেশিয়া ওপেন থেকে বিদায় নিতে হল সিন্ধুকে।