নয়াদিল্লি: দীর্ঘ তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরল ইডেন গার্ডেন্সে। মঙ্গলবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাতে দ্বিতীয় টেস্ট পেয়েছে কলকাতা। সূচি অনুযায়ী, এই প্রথম টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হতে চলেছে ইনদৌরে। এদিন বোর্ডের অভিনব পরিকল্পনার অন্তর্গত হিসবে ভারতীয় ক্রিকেটাররা এক এক করে সূচি ট্যুইটারে ঘোষণা করেন!
ক্রিকেটের নন্দন কাননে আবার হতে চলেছে টেস্ট ম্যাচ। ২০১৩-তে সচিন তেন্ডুলকরের ১৯৯ তম টেস্ট ম্যাচই ছিল ইডেনে অনুষ্ঠিত শেষ টেস্ট ম্যাচ। অনেকদিন পর ইডেন আবার টেস্ট ম্যাচ পেতে চলেছে, এইরকমই একটা জল্পনা চলছিল ক্রিকেট মহলে।
এবার সেটাই বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। সেপ্টেম্বরের শেষে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইডেনে। ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিএবির সভাপতি হওয়ার পর এটাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রথম টেস্ট ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে।
যদিও, এই ম্যাচটি দিনের বেলাতেই খেলা হবে। বিসিসিআই চেষ্টা করেছিল, এই সফরে একটি ম্যাচকে দিন-রাতে আয়োজন করে ইতিহাস সৃষ্টি করার। সেই নিরিখে, তাদের সবথেকে পছন্দের তালিকায় ছিল ইডেন-ই। কারণ, এখানেই যাবতীয় পরিকাঠামো রয়েছে। কিন্তু, নিউজিল্যান্ড দলের আপত্তিতে সফরে কোনও দিন-রাতের টেস্ট ম্যাচ রাখা হয়নি।
এদিন দলের ক্রিকেটাররা নিজ নিজ ট্যুইটারে সূচি ঘোষণা করেন। প্রথমে অধিনায়ক বিরাট কোহলি জানান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। তিনি লেখেন, হোম সিজন দেশের অন্যতম পুরনো টেস্ট সেন্টারেই শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট শুরু ২২ সেপ্টেম্বর।
পেস বোলার মহম্মদ সামি এরপরই লেখেন, দ্বিতীয় টেস্ট হতে চলেছে তাঁর নিজের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। ম্যাচ হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। প্রথমে ঠিক ছিল এই ম্যাচ হবে ৮-১২ অক্টোবর। কিন্তু, সেই সময় দূর্গাপুজোর সময় হওয়ায় ম্যাচ আগে করা হয়েছে।
সামির পর ছিল ব্যাটসম্যান অজিঙ্ক রাহানের পালা। তিনি তৃতীয় টেস্টের নির্ঘণ্ট ঘোষণা করেন। জানান, তৃতীয় টেস্ট ইনদৌরের হোলকর স্টেডিয়ামে হবে ৮-১২ অক্টোবর। রাহানে লেখেন, সঈদ মুস্তাক আলির শহর এই প্রথম টেস্ট ম্যাচের আয়োজন করবে। সেই মুহূর্তের জন্য অপেক্ষায় ইনদৌর।
টিন টেস্টের পর কিউয়িদের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে মেন ইন ব্লু-রা। সেগুলি হবে ধর্মশালা, দিল্লি, মোহালি, রাঁচি এবং ভিশাখাপত্তনমে। দলের নবনিযুক্ত কোচ অনিল কুম্বলে ট্যুইটারে ভাইজাগ ম্যাচ মাঠে দেখতে আসার জন্য ক্রিকেট-ভক্তদের আহ্বান জানান। তিনি লেখেন, আগামী ২৯ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড শেষ একদিনের ম্যাচ হবে ভাইজাগে। দলকে সমর্থন করার জন্য মাঠে আসুন।
ক্রিকেটারদের মুখ দিয়ে ক্রীড়াসূচি ঘোষণা অত্যন্ত অভিনব। এর আগে সম্ভবত কোনও দল এমনটা করেনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজের মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেটের এক নতুন এবং গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হবে। সেটা মাথায় রেখেই ক্রিকেটারদের দিয়ে সূচি ঘোষণা করার পরিকল্পনা করা হয়েছে। তাঁর মতে, এতে ভক্তরা আরও কাছে আসবে।
এক নজরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের সূচি—
প্রথম টেস্ট - ২২ থেকে ২৬ সেপ্টম্বর - কানপুর
দ্বিতীয় টেস্ট – ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর – কলকাতা
তৃতীয় টেস্ট – ৮ থেকে ১২ অক্টোবর – ইনদৌর
প্রথম ওডিআই – ১৬ অক্টোবর – ধর্মশালা
দ্বিতীয় ওডিআই – ১৯ অক্টোবর – দিল্লি
তৃতীয় ওডিআই – ২৩ অক্টোবর – মোহালি
চতুর্থ ওডিআই – ২৬ অক্টোবর – রাঁচি
পঞ্চম ওডিআই – ২৯ অক্টোবর - ভিশাখাপত্তনম
ইডেন পেল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, অভিনবত্বে সূচি ঘোষণা করলেন কোহলিরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jun 2016 02:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -