কাউন্টি গ্রাউন্ড: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। ২০ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল হরমনপ্রীতের (Harmanpreet Kaur) দল। অপরাজিত ৭৯ রানের জয়সূচক ইনিংস খেলেন স্মৃতি মন্ধানা। সিরিজের ফল এখন ১-১।


টস জিতে প্রথমে ব্যাটিং ইংল্য়ান্ডের


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্য়ান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়ক এমি জোন্স। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্য়ান্ড শিবির। ওপেনিংয়ে ডাঙ্কলি ৫ রান করে ফেরেন। ড্য়ানিয়েল ওয়াট মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মিডল অর্ডারে ফ্রেয়া ক্যাম্প অর্ধশতরানের ইনিংস খেলেন। এছাড়া বুচিয়ার ৩৪ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বোর্ডে ১৪২ রানই তুলতে সমর্থ হয় ইংল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্যে স্নেহ রানা সর্বােচ্চ ৩ উইকেট নেন। রেনুকা সিংহ ও দীপ্তি শর্মা ১টি করে উইকেট নেন।


স্মৃতির অর্ধশতরানে জয়


রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন স্মৃতি মন্ধানা। শেফালি ভার্মা ২০ রান করে ফিরে গেলেও স্মৃতিকে আটকানো যায়নি। হেমলতা ৯ রান করে ফেরার পর ক্যাপ্টেন হরমনপ্রীতকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই স্টাইলিস্ট বাঁহাতি। ১৩টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৭৯ রানের ইনিংস খেলেন স্মৃতি। ২২ বলে ২৯ রানের ইনিংসে ৪টি বাউন্ডারি হাঁকান হরমনপ্রীত। শেষ পর্যন্ত ২০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। 


বিশ্বকাপে নতুন জার্সি রোহিতদের


মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যদের দেখা যাচ্ছে নতুন জার্সির ওপরে পুলওভার চাপিয়ে কথা বলতে। ভারতীয় বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপের আগে নতুন জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। তবে ভিডিওটিতে যা আভাস, তাতে গাঢ় নীল নয়, বরং একটু হাল্কা নীল রংয়ের জার্সি পরে মাঠে নামবেন রোহিত-কোহলিরা।


উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল  বেছে নেওয়া হয়েছিল সোমবার। রোহিত শর্মার নেতৃত্বে ১৫ জনের দল বেছে নেওয়া হল। ফিটনেস টেস্টে পাশ করে গিয়ে দলে ফিরলেন ভারতের সেরা পেস অস্ত্র যশপ্রীত বুমরা। পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেছেন অন্যতম বোলিং অস্ত্র হর্ষল পটেলও।