চেন্নাই: অনুশীলনে ফুটবল খেলার সময় গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেলেন বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাঁর বদলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে ভারতীয় দলে এলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।


রোটেশন পদ্ধতি অনুযায়ী জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজের প্রথম তিন ম্যাচের দলে রাখেননি নির্বাচকরা। এটা নিয়ে ট্যুইট করে হতাশা প্রকাশও করেন জাডেজা। শেষপর্যন্ত অবশ্য অক্ষরের চোটে তাঁর কপাল খুলে গেল।

এর আগে অসুস্থ স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নেন ওপেনার শিখর ধবন। এবার চোট পেয়ে ছিটকে গেলেন অক্ষর। ফলে ভারতীয় দলে দুটি বদল করতে হল। যদিও অক্ষরের বদলে অভিজ্ঞ জাডেজা দলে আসায় ভারতীয় দলের শক্তি বাড়ল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।