কেপ টাউন: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় থাকলেও, তারকা পেসার ডেল স্টেইনের চোটে সমস্যায় পড়ে গেল দক্ষিণ আফ্রিকা। স্টেইনের বাঁ গোড়ালির টিস্যু ছিঁড়ে গিয়েছে। ফলে তিনি এই টেস্টে তো বটেই, সিরিজের বাকি দু’টি টেস্টেও খেলতে পারবেন না।
দক্ষিণ আফ্রিকা দলের চিকিৎসক মহম্মদ মুসাজি বলেছেন, ‘ভারতের প্রথম ইনিংসে নিজের ১৮-তম ওভারে তৃতীয় বল করার পর পা ফেলতে গিয়ে বেকায়দায় চোট পান স্টেইন। তাঁর পায়ের গোড়ালির টিস্যু ছিঁড়ে গিয়েছে। তিনি এই টেস্টে আর বল করতে পারবেন বলে মনে হচ্ছে না। তাঁর সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।’
মুসাজি আরও বলেছেন, ‘স্টেইনের ফিটনেস-জনিত কোনও সমস্যা হয়নি। ওর উপর বোলিংয়ের চাপ পড়েনি। ও খেলার জন্য তৈরি ছিল না, এমনও নয়। ও বল করার পর পা বেকায়দায় মাটিতে পড়ার জন্যই চোট লেগেছে। আগামীকাল আমরা ওকে একজন প্রখ্যাত শল্যচিকিৎসকের কাছে নিয়ে যাব। তাঁর মতামত নেওয়া জরুরি।’
এর আগে কাঁধে অস্ত্রোপচারের জন্য এক বছর মাঠের বাইরে ছিলেন স্টেইন। সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে চারদিনের টেস্টের দলে রাখা হয়নি তাঁকে। ভারতের বিরুদ্ধে এই সিরিজেই মাঠে ফেরেন এই তারকা পেসার। কিন্তু ফের চোট পাওয়ায় তাঁর ক্রিকেটজীবনই অনিশ্চিত হয়ে পড়ল।
ফের চোট, চলতি সিরিজের বাইরে স্টেইন
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2018 11:35 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -