আরও পড়ুন, দেখুন, ঋদ্ধিমানের পর এবার ধোনিকে নকল করলেন পার্থিবও
আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল চোট পাওয়ার পর পল রাইফেলের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। সব রিপোর্টই ঠিক আছে। তবে আঘাত পাওয়ায় তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই কারণে তিনি আর মুম্বই টেস্টে আম্পায়ারিং করবেন না। তাঁর বদলে আম্পায়ারিং করবেন মারায়িস এরাসমাস।’
গতকাল দ্বিতীয় সেশনে চোট পান রাইফেল। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা ভুবনেশ্বরের একটি থ্রো স্কোয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা রাইফেলের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায়। ছুটে আসে মেডিক্যাল টিম। চিকিৎসা ও বিশ্রামের জন্য রাইফেলকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর বদলে মাঠে আসেন তৃতীয় আম্পায়ার মারিয়াস এরাসমাস। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব সামলান শামসুদ্দিন।