ঢাকা: প্রথমবার সুযোগ বাংলাদেশের সামনে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের। কিন্তু তা কি আদৌ সম্ভব হবে? চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হয়েছিল। দ্বিতীয় টেস্ট খেলতে ২ দল নামবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। আগামী ২৩ মে থেকে শুরু দ্বিতীয় টেস্ট। আর সেই টেস্টে জিতলেই দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার ক্রিকেটের দীর্ঘ ফর্ম্যাটে সিরিজ জিতবে টাইগাররা। এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি করবে বাংলাদেশ শিবির।


চোট আঘাত সমস্যা বাড়াচ্ছে বাংলাদেশের


দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের চারজন বোলার চোটের কবলে পড়়েছেন। অফস্পিনার নইম হাসানকে পাওয়া যাবে না দ্বিতীয় টেস্টে। প্রথম টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু আঙুলে চির ধরার জন্য ছিটকে গিয়েছেন তিনি। তাঁকে চার সপ্তাহ পাওয়া যাবে না। বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও পাওয়া যাবে না। তিনি ডান হাতে চোট পেয়েছেন প্রথম টেস্টের চতুর্থ দিনে। এছাড়াও তাসকিন আহমেদ ও মেহদি হাসানকেও চোটের জন্য পাওয়া যাবে না। 


কী বলছেন বাংলাদেশ অধিনায়ক?


বাংলাদেশ অধিনায়ক মোমিনুক হক বলেন, ''আমরা যা সাফল্য পেয়েছি দলগতভাবেই পেয়েছি। কে আছে, কে নেই তা নিয়ে ভেবে বেশি লাভ নেই। তবে আমাদের দলগতভাবে লড়তে হবে। আশা করি ঢাকাতেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিতে পারব আমরা।''


শরিফুল না থাকায় তাঁর জায়গায় একাদশে ফিরছেন পেসার এবাদত হোসেন। এটা একপ্রকার নিশ্চিত ই বলা যায়। তার সঙ্গে খালেদ আহমেদ থাকবেন। মিরপুরের পিচে সাধারণত স্পিনারদের আধিপত্য থাকে। ফলে তিন পেসার খেলানোর সম্ভাবনা কম। স্পিনার থাকবেন তিন জন। সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম থাকছেন। তাদের সঙ্গে নাঈম হাসানের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ব্যাট ও বল দুই বিভাগেই দলে অবদান রাখতে সক্ষম।


আরও পড়ুন: আইপিএলে সাফল্যের পরে ভেবেছিলাম ঋদ্ধিমান টেস্টে সুযোগ পাবে, স্ত্রীর গলায় হতাশা