নয়াদিল্লি: সেমিফাইনালে মাত্র ১৮ রানে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। স্বপ্নপূরণের জন্য আবার অপেক্ষা চার বছরের। মেন ইন ব্লু দেশে ফিরে এসেছে। এখন তাদের সামনে লক্ষ্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর।
৩ টি ২০ ও সমসংখ্যক একদিনের ম্যাচে দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু হচ্ছে ভারতীয় দলের। এরপরই ২ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু।
জেসন হোল্ডার ও তাঁর দলের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করবে টেস্ট ক্রিকেটে এক নম্বর দল ভারত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ভারতীয় দলকে তাড়া করে বেরোচ্ছে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা।
ভারতীয় দলের দুই ওপেনারই এখনও পুরোপুরি সেরে ওঠেননি। বিশ্বকাপে বাঁহাতের বুড়ো আঙুলে চিড় ধরেছিল শিখর ধবনের। সেই চোট এখনও সম্পূর্ণ সারেনি। অন্যদিকে, ১৯ বছরের পৃথ্বী শ কোমরের চোটের সমস্যায় ভুগছেন। এখনও সেই চোট সারেনি তাঁর।
অনূর্দ্ধ ১৯ দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে পায়ের পাতায় চোট পাওয়ায় খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার আগে তাঁর চোট যদি না সারে তা ভারতীয় দলের পক্ষে আদপেই ভালো খবর হবে না। পৃথ্বী একটি অনুষ্ঠানে বলেছেন, পুরোপুরি ফিট হয়ে উঠতে কতদিন লাগবে তা বলতে পারব না। তবে আশা করছি, খুব শীঘ্রই তা হবে। ফিটনেস ফিরে পেতে ফিজিও-র সঙ্গে কাজ করছি। প্রস্তুতি সম্পর্কে বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছলে পরিবেশ সম্পর্কে জানতে পারব এবং সেই অনুযায়ী পারফর্ম করতে হবে।
একইসঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হতে পারে। এক্ষেত্রে দায়িত্ব বাড়বে চেতেশ্বর পূজারা, আজিঙ্কা হারানের মতো সিনিয়রদের। শিখর ইতিমধ্যেই চোট সারিয়ে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন। ভারত টপ অর্ডারে স্থিতিশীলতার খোঁজ করছে। এই অবস্থায় তিন নম্বর পজিশনে পূজারার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নয়াদিল্লিতে একটি স্পোর্টস কনক্লেভে পূজারা বলেছেন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিনি মুখিয়ে রয়েছে এবং এজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন।
ফ্লোরিডার লডারহিলে টি ২০ ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে।
তিনটি একদিনের ম্যাচের প্রথম ম্যাচ হবে গুয়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে। পরের দুটি ম্যাচ হবে পোর্ট অফ স্পেন ও ত্রিনিদাদে।
প্রথম টেস্ট হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে জামাইকার সাবাইনা পার্কে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ভারতের চিন্তা প্লেয়ারদের চোট-আঘাত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jul 2019 02:28 PM (IST)
সেমিফাইনালে মাত্র ১৮ রানে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপজয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। স্বপ্নপূরণের জন্য আবার অপেক্ষা চার বছরের। মেন ইন ব্লু দেশে ফিরে এসেছে। এখন তাদের সামনে লক্ষ্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর।
MELBOURNE, AUSTRALIA - DECEMBER 30: Ishant Sharma of India is congratulated by team mates after taking the final wicket to win the test during day five of the Third Test match in the series between Australia and India at Melbourne Cricket Ground on December 30, 2018 in Melbourne, Australia. (Photo by Quinn Rooney/Getty Images)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -