কলকাতা: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। কিন্তু প্রথম ম্যাচে খেলার সময় চোট পেয়েছেন ২ তরুণ তারকা দীপক চাহার ও বেঙ্কটেশ আইয়ার। ফিল্ডিং করার সময় পোলার্ডের গোলার গতিতে আসা শট হাতে লেগে চোট পেয়েছিলেন দীপক। অন্যদিকে ১৭তম ওভারে যুজবেন্দ্র চাহালের পঞ্চম বলে পোলার্ডের জোরাল শট বাউন্ডারি লাইনে আটকাতে গিয়ে আঙুলে চোট পান অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ার। আঙুলে এতটাই জোরে লাগে যে, কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটারকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। তাঁর পরিবর্তে বাকি সময়টা ফিল্ডিং করেন দ্বাদশ ব্যক্তি শ্রেয়স আইয়ার। ২ জনের স্ক্যান রিপোর্টের ওপর নির্ভর করছে, তাঁরা আদৌ বাকি সিরিজে খেলতে পারবেন কি না।


১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে পোলার্ডের ভয়ঙ্কর শর্ট আর্ম পুল আটকাতে গিয়ে হাতে চোট পান দীপক চাহার। মিডিয়াম পেসারের এতটাই জোরে লাগে যে, তিনি মাঠে মেডিক্যাল টিমকে ডেকে পাঠান। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। ত্রয়োদশ ক্রিকেটার হিসাবে বাকি সময়টা ফিল্ডিং করেন দীপক হুডা। এরপর পোলার্ডের বলে চোট পান হর্ষল পটেলও। তিনি পোলার্ডের শট ফলো থ্রু-তে আটকাতে গিয়ে চোট পান। মাঠ ছাড়েন হাতে আইসপ্যাক বেঁধে।


এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মাঠেই টি-টোয়েন্টিতে দুরমুশ হতে হল ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ান শিবিরকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ভারতের সামনে জেতার জন্য ১৫৮ রানের লক্ষ্য রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত।



শুরুটা করেছিলেন রোহিত শর্মা। মাত্র ১৯ বলে ৪০ রান করেন ভারত অধিনায়ক। ৪২ বলে ৩৫ করেন ঈশাণ কিষাণ। তবে রান পাননি বিরাট কোহলি। ১৭ রান করে ফেরেন। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৮ রান যোগ করলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত। সূর্যকুমার ১৮ বলে ৩৪ ও বেঙ্কটেশ ১৩ বলে ২৪ রান করে অপরাজিত রইলেন।