হারারে: ১৮ তারিখ থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ (IND vs ZIM ODI Series) খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজে রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলিরা বিশ্রামে থাকলেও, ধারে ও ভারে কিন্তু ভারতই এগিয়ে রয়েছে। তাও সিরিজ শুরুর আগেই বড় ভবিষ্যদ্বাণী করে বসলেন জিম্বাবোয়ে দলের ব্যাটার ইনোসেন্ট কাইয়া (Innocent Kaia)। তাঁর মতে এই সিরিজে ভারত নয়, জিতবে জিম্বাবোয়েই।


সাহসী মন্তব্য


সম্প্রতি এক সাক্ষাৎকারে জিম্বাবোয়ের তারকা ব্যাটার ভবিষ্যদ্বাণী করেন, 'জিম্বাবোয়ের তরফে ২-১। আমরাই সিরিজ জিতব। ব্যক্তিগতভাবে যদি আমার লক্ষ্যের কথা বলতে চাই,তাহলে বলব আমি এই সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক হতে চাই এবং শতরানও হাঁকাতে চাই। সহজ সরল হিসাব। আমি এই সিরিজের সবার থেকে বেশি রান করতে চাই। এটাই আমার লক্ষ্য।'


ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে এই সিরিজে খেলতে নামবে। তবে জিম্বাবোয়েও কিন্তু এই সিরিজের আগে বেশ ভাল ফর্মেই রয়েছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, উভয় ফর্ম্যাটেই ২-১ সিরিজ জিতেছে। ৩০ বছর বয়সি কাইয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে নিজের কেরিয়ারের অভিষেক শতরানটি হাঁকান। সিকন্দর রাজাও জোড়া শতরান করেন।


আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ২০১৫-১৬ সালে ওয়ান ডে সিরিজ জয়ের পর বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ জয়ই ঘরের মাঠে জিম্বাবোয়ের প্রথম বড় সিরিজ জয়। দলের খেলার ধরনেও বদল ঘটেছে। এর জন্য কাইয়া দলের কোচকেই বাহবা দিচ্ছেন। তিনি বলেন, 'মানসিকতায় বদল ছাড়া আগের থেকে আর তেমন কিছু পরিবর্তন কিন্তু ঘটেনি। যখন ডেভিড (হাউটন) দলের দায়িত্ব নেন, তখন থেকে ওঁ আমাদের ইতিবাচক ক্রিকেট খেলার জন্য উৎসাহ দেন। আমরা সেটাই করছি। আমরা আর নিজেদের শট খেলতে দ্বিধাগ্রস্থ হচ্ছি না। এইটুকুই যা বদল ঘটেছে।'


পরিসংখ্যানের খেলা


তবে কাইয়া যাই বলুন না কেন, ইতিহাস কিন্তু একেবারেই জিম্বাবোয়ের পক্ষে নয়। ১৯৯২ সালে প্রথমবার জিম্বাবোয়ে সফরের পর থেকে ভারতীয় দল ১৩ বার ওই দেশের সফর করেছে। জিম্বাবোয়ে সব ফর্ম্যাট মিলিয়ে মাত্র দুইটি সিরিজ জিততে পেরেছে টিম ইন্ডিয়ার বিপক্ষে। ভারত ২০০১ সালের পর থেকে জিম্বাবোয়েতে অপরাজিত। ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালে পরপর তিন ওয়ান ডে সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করে ভারত। দুই টি-টোয়েন্টি এবং একটি টেস্ট সিরিজও জিতেছে ভারতীয় দল। সুতরাং, জিম্বাবোয়ের লড়াইটা যে ইতিহাসের সঙ্গেও হতে চলেছে, তা এই পরিসংখ্যানই স্পষ্ট করে দিচ্ছে।


আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে তারকা ক্রিকেটারের অংশগ্রহণ করা নিয়ে সংশয়, চিন্তা বাড়ল ভারতের