নয়া দিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে পাঁজরে গুরুতর আহাত পেয়েছিলেন ভারতের ওয়ান ডে-র সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। বর্তমানে সিডনির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় ক্রিকেটার। জানা গিয়েছে, চোটের অবস্থা গুরুতর, ঝুঁকি না নিয়ে ICU-তে নিয়ে যাওয়া হল শ্রেয়স আইয়ারকে।
সিডনির হাসপাতালের ICU-তে ভর্তি ভারতের একদিনের ক্রিকেট টিমের সহ-অধিনায়ক। শ্রেয়সের পাঁজরে চোট থেকে রক্তক্ষরণ হচ্ছে, খবর হাসপাতাল সূত্রে। আপাতত ICU-তে ৫ থেকে ৭ দিন থাকতে হতে পারে শ্রেয়স আইয়ারকে, খবর সূত্রের।
অ্যালেক্স ক্যারিকে আউট করার সময় শ্রেয়াস ভারসাম্য হারিয়ে পড়ে যায় এবং তার বাম পাঁজরে গুরুতর আঘাত লাগে। অস্ট্রেলিয়ার ইনিংসে ৩৪তম ওভার চলছিল। শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন শ্রেয়স। হর্ষিত রানার একটি বল আলেক্স ক্যারের ব্যাটের কানায় লেগে উঠে যায়। পিছনে ছুটতে ছুটতে তিনি ক্যাচটি ধরেও ফেলেন। তবে টাল সামলাতে না পেরে খারাপ ভাবে মাটিতে পড়েন। ফিল্ডিং শেষে যখন তিনি ড্রেসিংরুমে ফিরে আসেন, তখন তাঁর ব্যথা এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। দেরি না করে তাৎক্ষণিকভাবে খেলোয়াড়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাবতীয় পরীক্ষা-নিরিক্ষার পর রিপোর্ট এলে দেখা যায় যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের সমস্যা ছিল।
বাকি সময়ে আর ফিল্ডিং করতে নামেননি তিনি। পরিবর্ত হিসাবে যশস্বী জয়সওয়াল ফিল্ডিং করেন। শ্রেয়স ব্যাট করতে নামার আগেই ম্যাচ শেষ হয়ে যায়। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতকে জিতিয়ে দেন।
চিকিৎসকরা জানিয়েছেন, শ্রেয়সের পাঁজরে কোনও ফ্র্যাকচার না থাকলেও সম্পূর্ণ সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। ফলে সিডনির হাসপাতাল থেকে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি ভারতে ফিরবেন না। তাঁর এই ইনজুরির কারণে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে চিকিৎসকদের অনুমান। ফলে তাঁর দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশগ্রহণ এখন কার্যত অনিশ্চিত।
অস্ট্রেলিয়া সফর শেষে এরই মধ্যে বিরাট কোহলি লন্ডনে ফিরে গিয়েছেন, রোহিত শর্মা ও কেএল রাহুল দেশে ফিরেছেন।