ভুবনেশ্বর: লেবাননের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup 2023) গ্রুপ পর্বের শেষ ম্যাচ গোলশূন্য ড্র করল ভারত (India vs Lebanon)। গ্রুপ পর্বের শেষে সর্বোচ্চ পয়েন্ট নিয়েই ফাইনালে গেল ব্লু টাইগার্স। ৩ ম্যাচের শেষে ভারতের পয়েন্ট দাঁড়াল ৭। মঙ্গোলিয়া ও ভানুয়াটুকে হারিয়ে ৬ পয়েন্ট পেয়েছেন সুনীল ছেত্রীরা। শেষ ম্য়াচ ড্র করে পেলেন ১ পয়েন্ট।


ফাইনালেও ভারতের সঙ্গে লড়াই হবে লেবাননের। ৩ ম্যাচের শেষে ৫ পয়েন্ট লেবাননের। প্রথম ম্যাচে ভানুয়াটুকে ৩-১ গোলে হারালেও পরের দুটি ম্যাচই ড্র করেছে তারা। 


বৃহস্পতিবারের ম্যাচে অবশ্য শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারত। তবে আসল কাজটাই হয়নি। গোল পায়নি ভারত। বরং ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হাজির হাজার কয়েক দর্শক দেখলেন, সুযোগ নষ্টের প্রদর্শনী চলল। একাধিক গোল করার সুযোগ পেয়েছিলেন ভারতীয় ফুটবলাররা। কিন্তু কেউই লক্ষ্যভেদ করতে পারেননি। ম্যাচ শেষ হয় ০-০ ফলে।


লেবাননের সঙ্গে সুনীলদের ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। কারণ, ইন্টারকন্টিনেন্টাল কাপে এই দুই দলই সমান শক্তিধর। লেবাননের ফিফা ব়্যাঙ্কিং ৯৯। ভারতের ১০১। ফলে মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা ছিলই। তবে ম্যাচের আগে লেবাননের ওপর থেকে কিছুটা চাপ কমিয়ে দেয় ভানুয়াটু। দিনের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়ে। গোলটি অবশ্য আত্মঘাতী। মঙ্গোলিয়া কোনওভাবে জিতে গেলে লেবাননের সমান ৪ পয়েন্ট হয়ে যেত। যদিও গোলপার্থক্যে এগিয়ে ছিল লেবাননই। তবে ভানুয়াটু জেতায় ঠিক হয়ে যায় যে, লেবানন ভারতের কাছে হারলেও ফাইনালে যাবে। ভারতের সঙ্গেই।


এদিন দুই দলই একাধিক সুযোগ পেয়েও বল তেকাঠিতে রাখতে পারেনি। তাই প্রথম দুই ম্যাচে জোড়া জয়ের পর লেবাননের সঙ্গে ড্র ইগর স্তিমাচের দলের। প্রথম দুটো ম্যাচ জিতে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে ফেলায় এদিন প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেন কোচ। শুরু করেননি সুনীল ছেত্রীও। তবে প্রথমার্ধের খেলায় একে অপরকে টক্কর দেয় দুই দলই। সামনেই সাফ কাপ। তারপর এশিয়ান কাপ রয়েছে। তাই লেবাননের বিরুদ্ধে মহড়া সারতে নেমেছিল ভারতীয় ফুটবল দল।


রবিবার ফাইনালে একই প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হবে। প্রথমার্ধে ভারতের বলের দখল বেশি থাকলেও গোল লক্ষ্য করে শট মাত্র একটা। অনিরুদ্ধর শট থেকে গোল হয়নি। ভারতের বক্সে বেশ কয়েকবার বিপজ্জনক দেখায় লেবাননকে। হাসান মাতুককে বোতলবন্দি করে রাখেন সন্দেশ ঝিংগান, নিখিল পূজারীরা। ম্যাচের ৩২ মিনিটে গোল পেয়ে যেতে পারত লেবানন। কিন্তু হাসান সাদের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান অমরিন্দর সিংহ। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। দু'বার অফসাইডের ফাঁদে পড়েন আব্দুল সামাদ। মাঝমাঠে নজর কাড়েন উদান্ত সিংহ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেশ কয়েকটা সুযোগ পেয়েও হাতছাড়া করে ভারত। ম্যাচের ৮১ মিনিটে সুনীল ছেত্রীকে নামান স্তিমাচ। ৮৩ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন রহিম আলি। অনিরুদ্ধ থাপার থ্রু থেকে সামনে একা লেবাননের গোলকিপারকে পেয়েও বাইরে মারেন।



আরও পড়ুন: Pritam Kotal Exclusive: পাখির চোখ এশিয়ান কাপ, প্র্যাক্টিসেও গোল না খাওয়ার পণ নিয়ে নামেন প্রীতম