কলকাতা: ৫৭ জনের মধ্যে নির্বাচিত ২১ জন৷ এবার ২১ জনের চূড়ান্ত পরীক্ষা৷ চূড়ান্ত ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে বেছে নেওয়া হবে টিম ইন্ডিয়ার নতুন কোচ৷ আর, ইন্টারভিউ হবে মঙ্গলবার৷ শহরের একটি পাঁচতারা হোটেলে ২১ আবেদনকারীর ইন্টারভিউ নেবে বিসিসিআইয়ের পরামর্শদাতা কমিটি৷ পরামর্শদাতা কমিটির সদস্য হিসেবে সশরীরে হাজির থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন সচিন তেন্ডুলকর৷ ইন্টারভিউ চলবে দুপুর দেড়টা থেকে বিকেল চারটে পর্যন্ত৷ চূড়ান্ত সিদ্ধান্ত ২৪ জুন৷ ওইদিনই টিম ইন্ডিয়ার নয়া কোচের নাম ঘোষণা করবেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর৷ ভারতীয় দলের কোচ পদের দৌড়ে প্রথম তিনজনের মধ্যে রয়েছেন অনিল কুম্বলে, রবি শাস্ত্রী ও সন্দীপ পাতিল৷ মঙ্গলবার তাঁদেরও পরামর্শদাতা কমিটির সামনে হাজির হওয়ার কথা৷ বিদেশি আবেদনকারীরা প্রায় প্রত্যেকেই ইন্টারভিউ দেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে৷ বিদেশী আবেদনকারীদের মধ্যে রয়েছে স্টুয়ার্ট ল, ডেভ হোয়াটমোরের মত হেভিওয়েট নামও৷ তবে, দৌড়ে সবচেয়ে এগিয়ে অনিল কুম্বলেই৷